তিন অভিযুক্তের জামিন, আরও চার কর্মীকে তলব

রাজভবন-কাণ্ড

নিজস্ব প্রতিনিধি– মঙ্গলবার রাজভবনের তিন কর্মী ব্যক্তিগত বন্ডে জামিন নিলেন ব্যাঙ্কশাল কোর্ট থেকে৷ এদিন সকালে তিন জনই আদালতে আত্মসমর্পণ করেন, তার পরে আদালত তাঁদের ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়৷ বারবার তলব এড়ালে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা৷ সতর্ক করেছিল কলকাতা পুলিশ৷ এবার আদালত থেকে জামিন নিয়ে এলেন রাজভবনের তিন কর্মী৷ অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগকারী তরুণীকে রাজভবন থেকে বেরনোর সময় বাধা দিয়েছেন ওই তিন কর্মী৷

এদিকে রাজভবনের অন্য চার কর্মীকে তলব করল পুলিশ৷ গত শুক্রবার অভিযোগকারিণী ব্যাঙ্কশাল আদালতে গিয়ে গোপন জবানবন্দি দেন৷ সেখানেই নাকি তিনি অভিযোগ করেন, রাজভবন থেকে বেরনোর সময় ৩ কর্মী তাঁকে বাধা দিয়েছিলেন৷ সেই ৩ কর্মীকে একাধিকবার তলব করে পুলিশ৷ বারবার তলব এড়াচ্ছিলেন তাঁরা৷ শেষে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় মঙ্গলবারের মধ্যে হাজিরা না দিলে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে৷ তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে গিয়ে জামিন নিয়ে এসেছেন ওই ৩ কর্মী৷ ওই জবানবন্দিতেই অভিযোগকারিণী কয়েকজন সহকর্মীর নাম বলেন৷ তাঁকে যাঁরা কাঁদতে কাঁদতে রাজভবনের দোতলার সিঁডি় দিয়ে নামতে দেখেছিলেন, তাঁদেরও পুলিশ শনাক্ত করে৷


জানা গিয়েছে, একতলায় নেমে অভিযোগকারিণী আতঙ্কে কাঁপতে কাঁপতে এক বিশেষ সচিবের দপ্তরে যান৷ সেখানে এক চিকিৎসক তাঁকে আতঙ্কগ্রস্ত অবস্থায় দেখেন৷ তিনি তাঁর চিকিৎসাও করেন৷ এ ছাড়াও ওই অফিসে আরও কয়েকজন আধিকারিক ছিলেন৷ অভিযোগকারিণীর বয়ান যাচাই করতে আরও চারজন কর্মচারীকে নতুন করে নোটিশ দিয়ে তলব করা হয়েছে৷

অতি সম্প্রতি রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে৷ ওই মহিলা নিজেই পুলিশের কাছে অভিযোগ জানান৷ আর তা নিয়ে শোরগোল পডে় যায় রাজ্য রাজনীতিতে৷