টাকার অঙ্কে কোন খাতে কত বরাদ্দ
পরিকাঠামো উন্নয়ন:
১১. ১১ লক্ষ কোটি টাকা, (যা জিডিপি-র ৩.৪ শতাংশ)
প্রতিরক্ষা: ৬ লক্ষ ২২ হাজার কোটি
স্বরাষ্ট্র: ২ লক্ষ ১৯ হাজার ৬৪৩ কোটি
গ্রামোন্নয়ন: ২.৬৬ লক্ষ কোটি
প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর) : বরাদ্দ ১০ লক্ষ কোটি, ৩ কোটি অতিরিক্ত বাড়ি
রেল: ২ লক্ষ ৭৮ হাজার ৫০০ কোটি
কৃষি: ১.৫২ লক্ষ কোটি
মহিলা উন্নয়ন: বরাদ্দ ৩ লক্ষ কোটির অধিক, সম্পত্তি ক্রয়ে স্ট্যাম্প ডিউটিতে বিশেষ ছাড়
উচ্চশিক্ষা: পড়ুয়াদের জন্য সর্বোচ্চ ঋণ ১০ লক্ষ টাকা, শিক্ষা ঋণে ৩ শতাংশ ছাড়
নয়া সৌর বিদ্যুৎ প্রকল্প ১ কোটি ঘরে মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের ঘোষণা
প্রথম যাঁরা কাজে যোগ দিচ্ছেন, প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন প্রদান
১ কোটি বেকার যুবক-যুবতীদের জন্য দেশের ৫০০ টি সংস্থায় ইন্টার্নশিপ প্রকল্প
ইন্টার্নশিপ চলাকালীন প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভাতা
অন্ধ্রপ্রদেশের বিশেষ আর্থিক প্যাকেজ
অন্ধ্রপ্রদেশের রাজধানী নির্মাণে অতিরিক্ত ১৫ হাজার কোটি প্রদান
বিহারের বিশেষ আর্থিক প্যাকেজ
সড়ক যোজনায় ২৬ হাজার কোটি ও বিদ্যুৎ খাতে ২১ হাজার কোটি। অর্থাৎ দুইখাতে মোট ৪৭ হাজার কোটি। এছাড়া বন্যা প্রতিরোধে আরও ১১ হাজার ৫০০ কোটি টাকা।
সামগ্রিক উন্নয়নে নতুন নীতি
‘ন্যাশনাল কো-অপারেশন পলিসি’
দেশের ১০০ টি শহরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক
শিল্পসংস্থা ও শ্রমিকদের জন্য বিশেষ আবাস প্রকল্প
এক নজরে নতুন কর কাঠামো
বার্ষিক ১০ লক্ষ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে আয়কর ১৫ শতাংশ
বার্ষিক ৭ লক্ষ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে আয়কর ১০ শতাংশ
বার্ষিক ৩ লক্ষ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে আয়কর ৫ শতাংশ
বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর শূণ্য
চাকুরিজীবীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা
একনজরে বাজেট বিশেষ কিছু সুবিধা প্রদান
বাজেটে ফোকাসে দরিদ্র, মহিলা, যুব সম্প্রদায় ও কৃষক শ্রেণির উন্নয়নে জোর দেওয়া হয়েছে। যেমন-
মুদ্রা ঋণ ১০ লক্ষ থেকে বেড়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত
শিক্ষা, ডেভলপমেন্ট ও কর্মসংস্থানের জন্য ১ লক্ষ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ
অমৃতসর-কলকাতা শিল্প করিডর
পূর্ব ভারতের সড়ক উন্নয়নে ২৬ হাজার কোটি
১২ টি শিল্প হাব তৈরির অনুমোদন
উত্তর পূর্ব ভারতে খোলা হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ১০০টি শাখা
অসম বন্যা প্রতিরোধে বিশেষ আর্থিক সাহায্য
পিএম সূর্য ঘর যোজনার আওতায় ১.২৮ কোটি রেজিস্ট্রেশন
ক্রেডিট গ্যারান্টি স্কিমে মেশিন কেনার জন্য লোন নিতে পারবে এমএসএমই সেক্টর
মোবাইল ফোন ও তার সামগ্রীতে ১৫ শতাংশ শুল্ক ছাড়
২০টিরও বেশি খনিজ পদার্থে আমদানি শুল্কে ছাড়
মোবাইল ফোন ও তার সামগ্রীতে ১৫ শতাংশ শুল্ক ছাড়
প্ল্যাটিনামে আমদানি শুল্ক কমল ৬.৫ শতাংশ
প্লাস্টিকে আমদানি শুল্ক বাড়ল
চামড়াজাত দ্রব্যে শুল্কে ছাড়
ইনকাম ট্যাক্স আইনে বড়সড় সংস্কারের প্রস্তাব
ই-কমার্সে কমানো হল টিডিএস
৪ শতাংশ শুল্ক ছাড় তামায়
জিএসটি-র সরলীকরণে জোর
বিনিয়োগকারীদের জন্য অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল