বেলা বাড়তেই ঘাসফুল মিষ্টি দেদার বিক্রি বর্ধমানে

আমিনুর রহমান, বর্ধমান, ৫ জুন — ভোটের ফলাফল তৃণমূল কংগ্রেস এর দিকে যেতেই শহর বর্ধমানের লাগোয়া এলাকায় এবার দেদার বিক্রি হলো ‘ঘাসফুল’ ছাপ দেওয়া সন্দেশ৷ বেলা যত বেডে়ছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ের খবর যত এসেছে ততই বেডে়ছে মিষ্টির দোকানে ভিড়৷ অভিনব মিষ্টি কিনে পাড়ায় পাড়ায় বিলি করে মিষ্টি মুখ করাতে দেখা যায় সকলকে৷ যদিও বিজেপির কথা ভেবে পদ্মফুল ছাপ মিষ্টি তৈরি করে মজুত রেখেছিলেন৷ কিন্ত্ত একেবারেই বিক্রি হয়নি সেই মিষ্টি৷

পুজো পার্বন বা উৎসবের মতো ‘ভোট’ উৎসব৷ মঙ্গলে হয় সেই ’উৎসবের মহরণ’৷ এ দিনটাতেও যে মিষ্টির কদর বাড়বে তা অবশ্য ল্যাংচা-মিহিদানার শহর হিসাবে প্রসিদ্ধ বর্ধমানের মিষ্টান্ন ব্যবসায়ীদের বুঝতে অসুবিধা হয়নি৷ তাই শহর বর্ধমানের মিষ্টান্ন ব্যবসায়ীরা তৈরি করে ফেলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক মার্কা মিষ্টি৷ তবে এদিন কয়েক রাউণ্ড ভোট ঘোষণা হতেই বাজিমাত করে ফেলে ঘাস ফুল ছাপ মিষ্টি যার যোগান দিতে হিমসিম খেতে হয় মিষ্টান্ন ব্যবসায়ীদের৷ ঘাসফুল ছাপ সন্দেশ ছাড়াও এবার সবুজ ও গেরুয়া রসগোল্লা নিয়ে তৈরি ছিলেন দোকানদাররা৷ তবে ঘাসফুল এর পাশাপাশি সবুজ রসগোল্লা বিক্রি হলেও গেরুয়া রসগোল্লা কিনতে কেউ আসেননি বলে দাবি ব্যাবসায়ী মহলের৷