• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জঙ্গি অনুপ্রবেশ রুখতে জম্মু-কাশ্মীরে ফের অভিযান সেনার, গুলি বিনিমেয়ে আহত এক জওয়ান

জম্মু, ২৩ জুলাই:  সোমবারের পর মঙ্গলবারও জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই৷ সোমবার রাজৌরির সেনা ছাউনি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা৷ মঙ্গলবার ভোর থেকে উপত্যকার বাত্তাল সেক্টরে সেনা-জঙ্গির গুলি বিনিময় শুরু হয়েছে৷ দুই পক্ষের গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়েছেন এক জওয়ান৷ সেনাবাহিনী সূত্রে খবর, বাত্তাল এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে ভারতীয় সেনা অভিযান চালায়৷ পাহাডি় এলাকায়

জম্মু, ২৩ জুলাই:  সোমবারের পর মঙ্গলবারও জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই৷ সোমবার রাজৌরির সেনা ছাউনি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা৷ মঙ্গলবার ভোর থেকে উপত্যকার বাত্তাল সেক্টরে সেনা-জঙ্গির গুলি বিনিময় শুরু হয়েছে৷ দুই পক্ষের গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়েছেন এক জওয়ান৷ সেনাবাহিনী সূত্রে খবর, বাত্তাল এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে ভারতীয় সেনা অভিযান চালায়৷ পাহাডি় এলাকায় ঘন জঙ্গলের মধ্যে জঙ্গিরা প্রবেশের চেষ্টা করে৷ সেই সময় জওয়ানরা গুলি চালান৷ পাল্টা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন এক সেনা জওয়ান৷ শীঘ্রই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইটস কর্পস এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযানের কথা জানায়৷ ভারতীয় সেনার অসীম সাহসিকতার সামনে জঙ্গিরা পিছু হটে৷ জঙ্গি অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে৷ তবে এখনও ওই এলাকায় অভিযান জারি রেখেছে সেনা৷

সোমবার মাঝরাত থেকে গুলির লড়াই চলছে জঙ্গি ও ভারতীয় সেনা-জওয়ানদের মধ্যে৷সোমবার ভোরে, জঙ্গিরা জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে সেনা ছাউনি ও একটি ভিডিজির বাডি় লক্ষ্য করে পর পর দুইবার হামলা চালায়৷ ওই ঘটনায় আহত হন এক সেনাকর্মী ও এক নাগরিক৷ দফায় দফায় জঙ্গিদের গুলি চালানোর ঘটনায় এলাকাটি ঘিরে রাখে সেনা, পুলিশ, সিআরপিএফ বাহিনী, ও ভিডিজি বাহিনী৷ সূত্রের খবর, তিন পাকিস্তানি জঙ্গি সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায়৷ ওই সেনা ছাউনি এক ভিডিজি সদ্যদের বাডি়র কাছে অবস্থিত৷ ওই ভিডিজি সদস্য ২০২৩ সালে ওই একই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ভূমিকার জন্য শৌর্য চক্রে ভূষিত হন৷

গত কয়েক মাস ধরে বারংবার উত্তপ্ত হয়েছে জম্মু-কাশ্মীর৷ জঙ্গিরা কখনও সেনা ছাউনি লক্ষ্য করে কখনও আবার সেনা কনভয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা৷ তবে বারংবার জঙ্গি হামলায় শহিদ হয়েছেন একাধিক সেনাকর্মী৷ বারংবার জঙ্গি হামলার ঘটনায় অস্বস্তিতে জম্মু-কাশ্মীর প্রশাসন৷ বিরোধীরা এনিয়ে সুর চড়াচ্ছেন৷
শনিবার জম্মুতে যান সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী৷ বৈঠক করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে৷ উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করেছেন৷ জঙ্গি হামলা ঠেকাতে একধিক ব্যবস্থা গ্রহণ নিয়েও কথা হয়েছে৷