মনোজ ভার্মাকে নিয়ে জুনিয়র ডাক্তারদের সতর্ক করলেন অর্জুন সিং

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ‘অদ্ভুত চরিত্র’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পাশাপাশি তাঁকে ‘ভয়ঙ্কর’ বলেও উল্লেখ করলেন তিনি। জুনিয়র ডাক্তারদের উদ্দেশে অর্জুন বলেন, ‘মনোজ ভার্মা যে রোড রোলার চালাবে, তোমরা তা কল্পনাও করতে পারছো না। আমি জানি, তাই বলছি। ‘

উল্লেখ্য, ২০১৯ সালে মনোজ ভার্মাকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ব্যরাকপুর থেকে নিয়মিত অশান্তির খবর পাওয়া যেত। বোমাবাজি ছিল নিত্যদিনের সমস্যা। সেই সময় তৎকালীন পুলিশ কমিশনার মনোজকে মাঠে নেমে এই সব পরিস্থিতি সামাল দিতে দেখা গিয়েছিল। সেই সময় ব্যারাকপুরের সাংসদ ছিলেন অর্জুন সিং। অর্জুনের সঙ্গে মনোজ ভার্মার একাধিকবার সংঘাতের বিষয়ও প্রকাশ্যে আসে। এই আইপিএস অফিসারের বিরুদ্ধে মামলাও করেছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুনের অভিযোগ, তাঁকে মারতে মারতে মনোজ বলেছিলেন, ‘কিষেণজিকে খুন করেছি, তোকেও মারব।’

বুধবার মনোজ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ‘এখন ডাক্তাররা বুঝতে পারবেন ইনি কেমন। তাঁদের আন্দোলনকে সমর্থন করি। তাঁরা বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করেছিলেন। কিন্তু তাঁর জায়গায় যিনি এলেন, তাঁকে নিয়ে সাবধান থাকবেন জুনিয়র ডাক্তাররা। বিনীত গোয়েল কী করেছেন? এই মনোজ ভার্মা আরও ভয়ঙ্কর। আমি জানি, তাই বলছি। সব আমার চোখে দেখা।’


অর্জুন এদিন আরও বলেন,’মনোজ ভার্মা চার বছর এখানে ছিলেন। তখন থেকে সমস্ত অপরাধীকে জনপ্রতিনিধি বানিয়েছেন। তাঁদের কেউ কাউন্সিলর হয়েছে। কেউ এখন বিধায়ক। এরা সবই মনোজ ভার্মার প্রোডাক্ট। তিনি অদ্ভুত চরিত্র। সিপিএম জমানায় তৃণমূলকে খুন করাতেন জঙ্গলমহলে। তিনিই ২০১৯ সালে ব্যারাকপুরে এসে দুটো নিরীহ মানুষকে গুলি করিয়ে দিলেন। সমস্ত বিজেপির পার্টি অফিস দখল করা থেকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো— সবই করেছেন মনোজ ভার্মা। অনেকে বলছেন, ব্যারাকপুর এলাকাকে শান্ত রেখেছিলেন তিনি। কিন্তু আসলে ব্যারাকপুরকে অপরাধীদের গড় করে তুলেছেন এই মনোজ ভার্মা।’