নিজস্ব প্রতিনিধি: জামিন পেলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম৷ আইএসএফ কর্মীকে খুনের মামলায় তাঁকে লোকসভা নির্বাচনের আগে গ্রেফতার করা হয়েছিল৷ সেই মামলাতেই জামিন দেওয়া হয়েছে ভাঙড়ের দাপুটে নেতাকে৷ তবে আদালত জামিন দিলেও বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে৷
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ তৃণমূল নেতাকে জামিন দেয়৷ গত পঞ্চায়েত নির্বাচনের সময় বারুইপুরের বিজয়গঞ্জে আইএসএফ কর্মী খুনের মামলায় জামিন মঞ্জুর হয়েছে৷ এর আগে ন’টি মামলায় জামিন পেয়েছেন তৃণমূল নেতা৷ খুনের অভিযোগের পাশাপাশি আরাবুল ইসলামের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সহ দলবল নিয়ে আক্রমণ এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগও ছিল৷ আইএসএফ কর্মী খুনের মামলায় চলতি বছরের ৮ ফেব্রুরিয়ারি আরাবুলকে গ্রেফতার করা হয়৷ অর্থাৎ ৫ মাস পর জেলমুক্ত হবেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক৷
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো জেলে যাওয়ার পরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আরাবুলকে সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেয়৷ আরাবুল কেবলই এখন তৃণমূল নেতা৷ তিনি জেল থেকে বাইরে বের হওয়ার পর ভাঙড়ের সমীকরণ বদলায় কিনা সেটাই লক্ষনীয়৷