অভিষেক রায়, খড়গপুর, ২২ মে— তৃণমূল যত বেশি সন্ত্রাস করবে পশ্চিমবঙ্গে তত বেশি পদ্ম ফুটবে, ঘাটাল লোকসভার অন্তর্গত ডেবরায় এক জনসভায় এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ঘাটালের বিজেপি প্রার্থী ড. হিরন্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে ডেবরা হরিমতি স্কুল ময়দানে এই সভার আয়োজন করা হয়েছিল৷
গতকাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাসভবনে তল্লাশীর জন্য ঢুকে পডে় পুলিশ৷ এরপরে গভীর রাতে খড়গপুরের তালবাগিচায় ঘাটালের প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের খোঁজে তাঁর বাডি়তে পুলিশ হামলা করে বলে অভিযোগ৷
এছাড়াও মেদিনীপুর শহরে দুই বিজেপি নেতার বাডি়তেও গভীর রাতে হাজির হয় পুলিশ৷ মধ্যরাতে বিজেপি কর্মীদের বাডি়তে পুলিশের এই অভিযানের কথা পৌঁছে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কানেও৷ তাই বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, তৃণমূল কর্মীদের ঘরে তল্লাশি চালালে কোটি কোটি টাকা উদ্ধার হয়৷ শুভেন্দু অধিকারীর ঘরের তল্লাশি চালিয়ে ২৫ পয়সাও পাওয়া যায় না৷ বিজেপি কর্মীদের ঘর তল্লাশি করে কোন লাভ হবে না৷ আমাদের ভয় দেখাতে পারবেন না৷ যত বেশি সন্ত্রাস হবে তত বেশি পদ্ম ফুটবে৷
অমিত হুঁশিয়ারি দিয়ে বলেন, পাঁচ দফার ভোটে তৃণমূলের গুন্ডারা ভোটারদের গায়ে হাত দিতে পারেনি৷ ষষ্ঠ দফাতেও তার ব্যতিক্রম হবে না৷ অমিত শাহের প্রতিশ্রুতি, তৃণমূলের যেসব গুন্ডা সন্ত্রাস করে বেড়াচ্ছে বিজেপি সরকার তাদের খুঁজে খুঁজে বার করে জেলে পাঠাবে৷
তৃণমূল নেত্রীর তীব্র সমালোচনা করে অমিত শাহ বলেন, তৃণমূল নেতার বাডি় থেকে উদ্ধার হওয়া একান্ন কোটি টাকা মমতা ব্যানার্জির টাকা নয়৷ এই টাকা নিয়োগ দুর্নীতি করে যুবকদের থেকে আদায় করা টাকা৷ লুঠ করা গরিবের টাকা বিজেপি ক্ষমতায় এলে গরিবদের মধ্যেই ফেরত দেওয়া হবে৷ তৃণমূলের ভোট ব্যাংক রাজনীতির তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতা ব্যানার্জি আমন্ত্রণ পাওয়ার পরেও রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় যাননি শুধুমাত্র নিজের ভোট ব্যাঙ্ককে খুশি রাখতে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ বিজেপি সরকার করবেই৷ সন্দেশখালি প্রসঙ্গে অমিত শাহ বলেন, সারা বেশ সন্দেশখালীর ঘটনায় ক্ষুব্ধ৷ মমতার নাকের নিচে মেয়ে বউদের উপর অত্যাচার হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত৷ দোষীদের ধরার জন্য হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়৷ অমিত শাহ আরো বলেন, মমতা ব্যানার্জির সরকার যখন অনুপ্রবেশে মদত দিচ্ছে তখন মোদি, কাশ্মীরকে সুরক্ষিত করেছে৷ আগামী দিনে পাক অধিকৃত কাশ্মীরকেও ভারত নিজেদের দখলে আনবে৷