নিজস্ব প্রতিনিধি— প্রতিকূল আবহাওয়ার কারণে দার্জিলিং-এর সভা বাতিল করতে বাধ্য হন অমিত শাহ৷ ফোনেই বার্তা পাঠান দার্জিলিংয়ে৷ তবে দার্জিলিংয়ে সভা করতে না পারলেও পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার বাংলায় এলেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
আগামী শুক্রবার দেশ জুড়ে দ্বিতীয় দফার ভোট শুরু হচ্ছে৷ সেই জন্য জোরকদমে প্রচার শুরু করেছে শাসক ও বিরোধী শিবির৷ চলতি সপ্তাহে তাপদাহের মতোই বাংলার রাজনীতিও উত্তপ্ত৷ সেজন্য আজ ২৩ এপ্রিল উত্তরবঙ্গে ইংলিশবাজার ও করণদিঘিতে জোড়া সভা করলেন অমিত শাহ৷
এর আগে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর মাত্র একবারই বালুরঘাট কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে বাংলায় এসে সভা করেন অমিত শাহ৷ রবিবার দার্জিলিং এ সভায় যেতে পারেননি তিনি৷ সেজন্য সকলকে ফোনে বার্তা পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ পাহাড়ে শান্তি বজায় রাখার জন্য গেরুয়া শিবিরকেই জয়ী করার বার্তা দিয়েছেন তিনি৷
আজ মঙ্গলবার রায়গঞ্জ ও মালদহে দুটি সভা করেন অমিত শাহ৷ রায়গঞ্জে এবার কার্তিক পালকে বিজেপি প্রার্থী করা হয়েছে৷ তার বিরোধী পক্ষে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী৷ অন্যদিকে, তৃতীয় দফার ভোট রয়েছে মালদহ দক্ষিণে৷ ২০০৯ সাল থেকে টানা এই কেন্দ্রে জয়ী হয়ে আসছেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরি৷ এবার তাঁর পুত্র ঈশা খানকে এই কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস৷ তাঁর প্রতিপক্ষ হিসাবে শ্রীরূপা মিত্র চৌধুরিকে প্রার্থী করেছে বিজেপি৷
লোকসভা নির্বাচনে প্রথম দফায় মোট ভোট পড়েছে ৮১.৯১ শতাংশ৷ দ্বিতীয় দফাতেও উত্তরবঙ্গে তিন কেন্দ্রে ভোট রয়েছে৷ উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি৷ তাই সেখানে জোরকদমে চলছে প্রচার সভা৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যে পাহাড়ে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ৷