• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

চিনের জাংনান দাবি উড়িয়ে ভারতকে জোর সমর্থন আমেরিকার

ওয়াশিংটন, ২১ মার্চ– গত কয়েকদিন ধরেই অরুণাচল নিয়ে নানারকম দাবি করে আসছে চিনের প্রতিরক্ষামন্ত্রক৷ তাদের দাবি, অরুণাচল প্রদেশ নাকি একসময় চিনেরই অন্তর্গত ছিল৷ ওই জায়গার নাম ছিল ‘জাংনান’৷ ভারত এমন দাবির তীব্র প্রতিবাদ করে৷ এবার ভারতের দাবিকে সমর্থন করে পাশে দাঁড়াল বন্ধু আমেরিকা৷ আমেরিকার স্বরাষ্ট্র দফতরের তরফে বিবৃতি দেন মুখপাত্র বেদান্ত প্যাটেল৷ লালফৌজকে এ ব্যাপারে

ওয়াশিংটন, ২১ মার্চ– গত কয়েকদিন ধরেই অরুণাচল নিয়ে নানারকম দাবি করে আসছে চিনের প্রতিরক্ষামন্ত্রক৷ তাদের দাবি, অরুণাচল প্রদেশ নাকি একসময় চিনেরই অন্তর্গত ছিল৷ ওই জায়গার নাম ছিল ‘জাংনান’৷ ভারত এমন দাবির তীব্র প্রতিবাদ করে৷ এবার ভারতের দাবিকে সমর্থন করে পাশে দাঁড়াল বন্ধু আমেরিকা৷ আমেরিকার স্বরাষ্ট্র দফতরের তরফে বিবৃতি দেন মুখপাত্র বেদান্ত প্যাটেল৷ লালফৌজকে এ ব্যাপারে সংযত হওয়ার নির্দেশও দিয়ে বেদান্ত প্যাটেল আরও বলেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সামরিক বা বেসামরিকভাবে অনুপ্রবেশ বা দখলদারির একতরফা চেষ্টার তীব্র বিরোধিতা করছি আমরা৷’

উল্লেখ্য, সম্প্রতি অরুণাচল নিয়ে চিনের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল জাং শিয়াওজাংয়ের একটি মন্তব্যকে ঘিরেই বিতর্ক শুরু হয়৷ তিনি দাবি করেন, অরুণাচল প্রদেশ চিনের সীমান্তের মধ্যেই ছিল৷ এই রাজ্য বেজিংয়ের অধীনস্থ৷ কিন্ত্ত ভারত বেআইনিভাবে অরুণাচল দখল করে নেয়৷ চিনের এমন দাবির পরেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, চিনের দাবি শুধু অযৌক্তিক নয়, রীতিমতো হাস্যকরও বটে৷ অরুণাচল ভারতেরই ছিল, আছে এবং থাকবেও৷ ২০২৩ সালে ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’-এর নয়া সংস্করণ প্রকাশ করে চিন৷ তাতে দেখা যায়, অরুণাচল প্রদেশ ও আকসাই চিনের বিতর্কিত এলাকাগুলিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চিন৷ একইসঙ্গে তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকেও নিজেদের ম্যাপের অন্তর্ভুক্ত করেছে তারা৷