• facebook
  • twitter
Wednesday, 30 April, 2025

হিন্দু রাষ্ট্র ও ‘ন্যায় সংহিতা’ নিয়ে বিজেপি-র সমালোচনা অমর্ত্যের কণ্ঠে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি-র হিন্দুরাষ্ট্র প্রচেষ্টা নিয়ে আগেই তোপ দেগেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবার ন্যায় সংহিতা নিয়েও কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন এই বাঙালি অর্থনীতিবিদ। তিনি বিজেপির সমালোচনা করে বলেন,‘‘সংবিধান বদল করতে যে যে আলোচনার প্রয়োজন ছিল, তা করা হয়নি। আরও আলোচনার তো প্রয়োজন ছিল। তার প্রামাণ্য আলোচনা হয়েছে বলে তো দেখি না।’’ শনিবার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি-র হিন্দুরাষ্ট্র প্রচেষ্টা নিয়ে আগেই তোপ দেগেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবার ন্যায় সংহিতা নিয়েও কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন এই বাঙালি অর্থনীতিবিদ। তিনি বিজেপির সমালোচনা করে বলেন,‘‘সংবিধান বদল করতে যে যে আলোচনার প্রয়োজন ছিল, তা করা হয়নি। আরও আলোচনার তো প্রয়োজন ছিল। তার প্রামাণ্য আলোচনা হয়েছে বলে তো দেখি না।’’ শনিবার বোলপুরে অমর্ত্যের প্রতীচী ট্রাস্টের আলোচনা চক্রে এসে একথা বলেন কবিগুরুর স্নেহধন্য বাঙালি অর্থনীতিবিদ।

অমর্ত্য বলেন, বিজেপির হিন্দুরাষ্ট্রের আদর্শকে প্রত্যাখ্যান করেছেন ভারতের নাগরিকরা। ফলে এই প্রচেষ্টাকে কিছুটা হলেও আটকানো সম্ভব হয়েছে। তিনি আরও বলেন,‘‘স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল! ভারতকে কীভাবে হিন্দুরাষ্ট্র করা যায়। কিন্তু, আমাদের জানা দরকার, হিন্দু-মুসলমানের মধ্যে পার্থক্য বাচ্চাদের মধ্যে একেবারেই নেই। তাই দেশে লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দুরাষ্ট্র করার প্রচেষ্টা থেকে আটকানো গেল। ওরা এটা মানতে পারল না যে, যেখানে বড় মন্দির তৈরি হল, সেখানে এক জন সেকুলার (ধর্মনিরপেক্ষ) দলের প্রার্থী, হিন্দুরাষ্ট্র গড়ার প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। দেখুন, ভারত একেবারেই ধর্মনিরপেক্ষ দেশ নয়। তবে বহু ধর্মের দেশ তো বটেই।’’

প্রসঙ্গত এবার প্রতীচী ট্রাস্টের আলোচনাচক্রের বিষয় ছিল, ‘কেন স্কুলে যাই: সহযোগিতার সহজ পাঠ’। আলোচনায় অংশগ্রহণ করেন রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। স্বাভাবিকভাবে আলোচনায় অংশগ্রহণ করেন সংস্থার চেয়ারম্যান অমর্ত্য সেন। সঙ্গে ছিলেন অধ্যাপক জঁ দ্রেজ। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন অমর্ত্য। কথা প্রসঙ্গে উঠে আসে ২০২৪ লোকসভা ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের প্রসঙ্গ।

এদিকে সম্প্রতি নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার উদ্যোগের কথা বলেছেন। কিন্তু অমর্ত্যের সভাপতিত্বে তৈরি হয় ‘নালন্দা মেন্টর গ্রুপ’। সেটা ২০১২ সাল। তৎকালীন মনমোহন সিং সরকারের সময়ে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। এই বছর তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হন। ২০১৫ সালে সেই পদের মেয়াদ শেষ হয়। যখন প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। এরপর তিনি নালন্দার পরিচালন সমিতির সদস্য হন। পরের বছর অর্থাৎ ২০১৬ সালে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে নিজের সম্পর্ক ছিন্ন করেন । এবিষয়ে আক্ষেপের সুরে অমর্ত্য বলেন, ‘‘বুদ্ধদেবের (গৌতম বুদ্ধ) থেকে নানা কিছুর শেখার আছে। নালন্দায় আগের সরকার আর বর্তমান সরকার কিছু করেনি।’’