অর্ণব সাহা
জলপাইগুড়ি, ২৯ মার্চ— ভোটের মুখে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া নিয়ে সরগরম জলপাইগুডি়র জেলা রাজনীতি৷ উল্লেখ্য, শ্লীলতাহানি ও নারী নিগ্রহের অভিযোগে আগেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছিল৷ বিজেপির একটি অংশের তরফে বিষয়টি নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করা হয়েছে৷
যদিও এটি তৃণমূল বা কোনও রাজনৈতিক দলের চক্রান্ত বলে মনে করেন না বিজেপির জেলা কমিটির সদস্য ও আইনজীবী সৌজিত সিংহ৷
এ নিয়ে শুক্রবার তিনি বলেন, ওয়ারেন্ট ইসু্য করেছে আদালত৷ আদালতের ওপর আমাদের পূর্ণ ভরসা রয়েছে৷ একটি ওয়ারেন্ট ইসু্য হওয়ার মানে এই নয় যে, বাপি গোস্বামী শ্লীলতাহানি করেছেন৷ যে কেউ যে কারও বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করতেই পারেন৷ প্রমাণ হওয়ার আগে কাউকেই দোষী সাব্যস্ত করা যায় না বলে তিনি জানান৷
এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাডে়নি তৃণমূল কংগ্রেস৷ জলপাইগুডি় শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ববন্দোপাধ্যায় বলেন, বিজেপির জেলা সভাপতি বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন৷ গালিগালাজ করেছেন৷ আজ তাঁর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে৷ এটা বলার অপেক্ষা রাখে না যে, একজন জেলা সভাপতি যদি এমন মামলায় অভিযুক্ত হন, তাহলে দলের বাকি নেতা কর্মীদের ওপর এর কি প্রভাব পড়তে পারে৷ ভবিষ্যতে বিজেপির নেতাদের বিরুদ্ধে তদন্ত হলে দেখা যাবে প্রত্যেকেই কোনও না কোনও দুর্নীতি বা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বলে কটাক্ষ করেন তিনি৷