মোদির মিথ্যাচারের বিরুদ্ধে সরব মমতা

‘মা কালীকে ডেকে সাইক্লোন মনিটরিং!’

নিজস্ব প্রতিনিধি— শেষ দফার নির্বাচনের শেষ পর্যায়ে তিলোত্তমার বুকে সশরীরে হাজির হয়ে পরস্পরকে তাল ঠুকলেন মোদি–মমতা৷ সেই তাল ঠোকায় এবার দেবতার প্রসঙ্গ এসে পড়ল৷ নির্বাচন যত শেষ পর্যায়ে যাচ্ছে মোদি তত ঐশ্বরিক ক্ষমতা জাহির করছেন৷ যা নিয়ে মোদিকে সরাসরি ‘মিথ্যাবাদী’ আখ্যা দিলেন মমতা৷

মঙ্গলবার দুপুরে দমদম বিরাটির বণিক মোড় থেকে এয়ারপোর্ট ২ নম্বর গেট পর্যন্ত পদযাত্রার পরে, বিকেলে এন্টালি থেকে বালিগঞ্জ পর্যন্ত পথ হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই দিনে কলকাতার প্রত্যন্ত দুই প্রান্তে পদযাত্রার পরে সন্ধেয় বেহালায় দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷


এদিন অশোকনগরে একটি সভায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তিনি দিল্লি থেকে সাইক্নোন মনিটর করেছেন৷ মা কালীকে ‌ে.ডকে সাইক্লোন আটকে দিয়েছেন! মোদির এই বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, এত মিথ্যে কথা বলা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না৷ মমতা প্রশ্ন তোলেন, কতদিন চেনেন বাংলাকে? নির্বাচন ছাড়া তো বাংলাতে আসেন না৷ এতদিন দুর্গা-সরস্বতীর নাম নিতেন, এখন আবার কালীর নাম নিচ্ছেন৷ এদিন মমতা দাবি করেন কেন্দ্রের যে এনডিআরএফ টিম রেমালকে সামলাতে পথে নেমেছে, সেই টিমের অর্ধেক খরচ তো রাজ্য সরকারই বহন করে৷ এনডিআরএফ-এর মতো রাজ্য সরকারেরও এসডিআরএফ টিম রয়েছে৷ বিপর্যয় এলে তো রাজ্য এনডিআরএফ টিমের সাহায্য চাইবেই৷ এটাই তো নিয়ম, কিন্ত্ত সর্বক্ষেত্রে ‘মোদিবাবু নিজে ক্রেডিট দাবি করেন’৷ আগামীদিনে তিনি এনডিআরএফ টিম তাহলে ডাকবেন না বলেও বার্তা দেন মমতা৷

মমতা এদিন জানিয়ে দেন, সাইক্লোনের সময়ে ৪৬ লক্ষ মানুষকে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল৷ সেটা কি আপনারা টের পেয়েছিলেন? রেমাল দুর্যোগে সাতজন মারা গিয়েছেন৷ সময়মতো ব্যবস্থা না নিলে আরও বেশি লোক মারা যেত৷

এদিন তিনি মোদির স্বঘোষিত ঈশ্বরত্ব প্রাপ্তি নিয়েও কটাক্ষ করেন৷ মমতা প্রশ্ন তোলেন, মোদি কি দেবতা? কিন্ত্ত দেবতারা তো নির্বাচনে লড়েন না৷ দাঙ্গা করেন না৷ আর মোদি যদি দেবতাই হোন তাহলে মন্দির বানিয়ে দিচ্ছি, সেখানেই থাকুন৷ সেখানেই তুলসীপাতা, বেলপাতা, নকুলদানা, বাতাসা, এমনকী ধোকলাও নিবেদন করবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদি-শাহ বারবার অভিযোগ করেন, বাংলায় মমতাজি দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না৷ যা পুরোপুরি মিথ্যে কথা৷ বাংলার দুর্গাপুজোর জন্যই বিদেশ থেকে পুরস্কার পেয়েছে৷ মোদি মোটেও বাংলাকে ভালোবাসেন না৷ তাই বাংলাকে বঞ্চিত করে একশো দিনের টাকা, বাংলার আবাস প্রকল্পের টাকা আটকে রেখেছেন৷

মোদি এদিন বাংলার অনুন্নয়ন দিয়ে কথা বললেও মমতা এদিন স্মরণ করিয়ে দেন, বেহালা আগে কী ছিল? আর এখন কী হয়েছে? এখানে আগে একটু বৃষ্টি পড়লেই জল জমে যেত৷ এখন বহু কোটি টাকা দিয়ে তিনখানা পাম্প বসানো হয়েছে৷ তাই এখন জল জমে না৷ বাংলার মেট্রো চালু করার ক্ষেত্রেও মমতারই অবদান রয়েছে৷

সন্দেশখালি নিয়ে বাংলার অপপ্রচার চালিয়ে বাংলার মা-বোনেদের অসম্মান করা, সিএএ চালু করা, এমনকী আইএএস বদলি করা নিয়েও মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মমতার বক্তব্যে বারবার উঠে এসেছে মোদি বিদায়ের কথা৷ শেয়ার বাজারের ভবিষ্যৎবাণীও একই কথা বলছে বলে নিশ্চিত করেন তৃণমূল নেত্রী৷