• facebook
  • twitter
Friday, 20 September, 2024

মোদির মিথ্যাচারের বিরুদ্ধে সরব মমতা

‘মা কালীকে ডেকে সাইক্লোন মনিটরিং!’ নিজস্ব প্রতিনিধি— শেষ দফার নির্বাচনের শেষ পর্যায়ে তিলোত্তমার বুকে সশরীরে হাজির হয়ে পরস্পরকে তাল ঠুকলেন মোদি–মমতা৷ সেই তাল ঠোকায় এবার দেবতার প্রসঙ্গ এসে পড়ল৷ নির্বাচন যত শেষ পর্যায়ে যাচ্ছে মোদি তত ঐশ্বরিক ক্ষমতা জাহির করছেন৷ যা নিয়ে মোদিকে সরাসরি ‘মিথ্যাবাদী’ আখ্যা দিলেন মমতা৷ মঙ্গলবার দুপুরে দমদম বিরাটির বণিক মোড় থেকে

‘মা কালীকে ডেকে সাইক্লোন মনিটরিং!’

নিজস্ব প্রতিনিধি— শেষ দফার নির্বাচনের শেষ পর্যায়ে তিলোত্তমার বুকে সশরীরে হাজির হয়ে পরস্পরকে তাল ঠুকলেন মোদি–মমতা৷ সেই তাল ঠোকায় এবার দেবতার প্রসঙ্গ এসে পড়ল৷ নির্বাচন যত শেষ পর্যায়ে যাচ্ছে মোদি তত ঐশ্বরিক ক্ষমতা জাহির করছেন৷ যা নিয়ে মোদিকে সরাসরি ‘মিথ্যাবাদী’ আখ্যা দিলেন মমতা৷

মঙ্গলবার দুপুরে দমদম বিরাটির বণিক মোড় থেকে এয়ারপোর্ট ২ নম্বর গেট পর্যন্ত পদযাত্রার পরে, বিকেলে এন্টালি থেকে বালিগঞ্জ পর্যন্ত পথ হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই দিনে কলকাতার প্রত্যন্ত দুই প্রান্তে পদযাত্রার পরে সন্ধেয় বেহালায় দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন অশোকনগরে একটি সভায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তিনি দিল্লি থেকে সাইক্নোন মনিটর করেছেন৷ মা কালীকে ‌ে.ডকে সাইক্লোন আটকে দিয়েছেন! মোদির এই বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, এত মিথ্যে কথা বলা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না৷ মমতা প্রশ্ন তোলেন, কতদিন চেনেন বাংলাকে? নির্বাচন ছাড়া তো বাংলাতে আসেন না৷ এতদিন দুর্গা-সরস্বতীর নাম নিতেন, এখন আবার কালীর নাম নিচ্ছেন৷ এদিন মমতা দাবি করেন কেন্দ্রের যে এনডিআরএফ টিম রেমালকে সামলাতে পথে নেমেছে, সেই টিমের অর্ধেক খরচ তো রাজ্য সরকারই বহন করে৷ এনডিআরএফ-এর মতো রাজ্য সরকারেরও এসডিআরএফ টিম রয়েছে৷ বিপর্যয় এলে তো রাজ্য এনডিআরএফ টিমের সাহায্য চাইবেই৷ এটাই তো নিয়ম, কিন্ত্ত সর্বক্ষেত্রে ‘মোদিবাবু নিজে ক্রেডিট দাবি করেন’৷ আগামীদিনে তিনি এনডিআরএফ টিম তাহলে ডাকবেন না বলেও বার্তা দেন মমতা৷

মমতা এদিন জানিয়ে দেন, সাইক্লোনের সময়ে ৪৬ লক্ষ মানুষকে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল৷ সেটা কি আপনারা টের পেয়েছিলেন? রেমাল দুর্যোগে সাতজন মারা গিয়েছেন৷ সময়মতো ব্যবস্থা না নিলে আরও বেশি লোক মারা যেত৷

এদিন তিনি মোদির স্বঘোষিত ঈশ্বরত্ব প্রাপ্তি নিয়েও কটাক্ষ করেন৷ মমতা প্রশ্ন তোলেন, মোদি কি দেবতা? কিন্ত্ত দেবতারা তো নির্বাচনে লড়েন না৷ দাঙ্গা করেন না৷ আর মোদি যদি দেবতাই হোন তাহলে মন্দির বানিয়ে দিচ্ছি, সেখানেই থাকুন৷ সেখানেই তুলসীপাতা, বেলপাতা, নকুলদানা, বাতাসা, এমনকী ধোকলাও নিবেদন করবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদি-শাহ বারবার অভিযোগ করেন, বাংলায় মমতাজি দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না৷ যা পুরোপুরি মিথ্যে কথা৷ বাংলার দুর্গাপুজোর জন্যই বিদেশ থেকে পুরস্কার পেয়েছে৷ মোদি মোটেও বাংলাকে ভালোবাসেন না৷ তাই বাংলাকে বঞ্চিত করে একশো দিনের টাকা, বাংলার আবাস প্রকল্পের টাকা আটকে রেখেছেন৷

মোদি এদিন বাংলার অনুন্নয়ন দিয়ে কথা বললেও মমতা এদিন স্মরণ করিয়ে দেন, বেহালা আগে কী ছিল? আর এখন কী হয়েছে? এখানে আগে একটু বৃষ্টি পড়লেই জল জমে যেত৷ এখন বহু কোটি টাকা দিয়ে তিনখানা পাম্প বসানো হয়েছে৷ তাই এখন জল জমে না৷ বাংলার মেট্রো চালু করার ক্ষেত্রেও মমতারই অবদান রয়েছে৷

সন্দেশখালি নিয়ে বাংলার অপপ্রচার চালিয়ে বাংলার মা-বোনেদের অসম্মান করা, সিএএ চালু করা, এমনকী আইএএস বদলি করা নিয়েও মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মমতার বক্তব্যে বারবার উঠে এসেছে মোদি বিদায়ের কথা৷ শেয়ার বাজারের ভবিষ্যৎবাণীও একই কথা বলছে বলে নিশ্চিত করেন তৃণমূল নেত্রী৷