কংগ্রেসকে দূরে ঠেলে ভোটের ময়দানে একাই লড়বে সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে ৯ টি বিধানসভা আসনের আসন্ন উপনির্বাচনে একক শক্তিতে লড়ার সিদ্ধান্ত বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেন দলের সভাপতি অখিলেশ যাদব। উত্তরপ্রদেশ উপনির্বাচনে ইন্ডি জোটের প্রার্থীরা সাইকেল চিহ্নে লড়বেন বলে ঘোষণা করলেন অখিলেশ। শুধু তাই নয়, সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক ‘সাইকেল’ নিয়েই বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থীরা উপনির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ।