• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

উপনির্বাচনে ‘একলা চলো’ নীতি অখিলেশের 

কংগ্রেসকে দূরে ঠেলে ভোটের ময়দানে একাই লড়বে সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে ৯ টি বিধানসভা আসনের আসন্ন উপনির্বাচনে একক শক্তিতে লড়ার সিদ্ধান্ত বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেন দলের সভাপতি অখিলেশ যাদব। উত্তরপ্রদেশ উপনির্বাচনে ইন্ডি জোটের প্রার্থীরা সাইকেল চিহ্নে লড়বেন বলে ঘোষণা করলেন অখিলেশ।  শুধু তাই নয়, সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক ‘সাইকেল’ নিয়েই বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থীরা উপনির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী । 

কংগ্রেসকে দূরে ঠেলে ভোটের ময়দানে একাই লড়বে সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে ৯ টি বিধানসভা আসনের আসন্ন উপনির্বাচনে একক শক্তিতে লড়ার সিদ্ধান্ত বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেন দলের সভাপতি অখিলেশ যাদব। উত্তরপ্রদেশ উপনির্বাচনে ইন্ডি জোটের প্রার্থীরা সাইকেল চিহ্নে লড়বেন বলে ঘোষণা করলেন অখিলেশ।  শুধু তাই নয়, সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক ‘সাইকেল’ নিয়েই বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থীরা উপনির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী । 

 
যদিও উত্তরপ্রদেশের উপনির্বাচনে দ্বন্দ্বের বিষয়টিকে আমল দিতে নারাজ সমাজবাদী পার্টি প্রধান। উল্লেখযোগ্য হল, এক্স পোস্টে তিনি লেখেন, ‘আসন বড় কথা নয়, জয়টাই বড় কথা।’  কংগ্রেস কর্মীদের সমাজবাদী পার্টির সঙ্গে মিলিতভাবে কাজ করার আর্জি জানিয়েছেন অখিলেশ। অখিলেশ যাদব আরও লেখেন, ‘কংগ্রেস এবং সমাজবাদী পার্টি একজোট হয়ে একটি বড় জয়ের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। এই উপনির্বাচনে ইন্ডিয়া জোট জয়ের একটি নতুন অধ্যায় তৈরি করতে চলেছে।’  সূত্রের খবর, প্রথমে পাঁচটি আসন দাবি করেছিল কংগ্রেস। ফুলপুর, মীরাপুর, সিসোমৌ, মাঝাওয়াসহ আরও একটি আসন চায় কংগ্রেস। কিন্তু তাতে কর্ণপাত না করে ৫ আসনেই প্রার্থী ঘোষণা করেন অখিলেশের সমাজবাদী পার্টি। এরপর ফুলপুর ও মাঝওয়ান আসন দুটি দাবি করেছিল কংগ্রেস। কিন্তু তাতেও প্রার্থী দেয় সপা।
 
শুধুমাত্র খের ও গাজিয়াবাদ ক্যান্টনমেন্ট আসন দুটি কংগ্রেসকে ছেড়ে দেয় সপা। যদিও ওই দুই আসনে লড়তে নারাজ হাত শিবির। ওই দুই আসনে বিজেপির সংগঠন মজবুত রয়েছে। জয়ের সম্ভাবনা কম থাকায় ওই দুটি আসন থেকেও পিছু হটেছে কংগ্রেস। এরপরই জোটের স্বার্থে কংগ্রেসের তরফে কোনও আসনেই প্রার্থী দেওয়া হবে না বলে জানানো হয়। প্রসঙ্গত, বিগত লোকসভা ভোটে ৮০ আসনের মধ্যে ৩৭টিতে জিতে একক বৃহত্তম দল হয় সমাজবাদী পার্টি। বিজেপি জেতে ৩৩টি আসনে। লোকসভায় ব্যাপক জয় পেয়ে এবার উপনির্বাচনেও আত্মবিশ্বাসী সপা। জোট শরিককে কংগ্রেসকে গ্রাহ্য না করে দলের পক্ষে সমর্থন আদায়ে ব্যস্ত অখিলেশের দল।