• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হিরণের বিরুদ্ধ স্বর অগ্নিমিত্রার গলায়

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর, ২৯ মার্চ— হিরণের বিরুদ্ধে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ শানানোর অভিযোগ উঠেছে৷ হিরণের বলগাহীন কথাবার্তার জন্য বৃহস্পতিবার মাদপুরে মিডিয়াকেও দোষারোপ করেছেন দেব৷ কিন্ত্ত হিরণকে কাউন্টার করতে দেবকেও ব্যক্তি আক্রমণ করার রাস্তায় হাঁটতে হয়েছে৷ এবার সেই বিতর্কে কার্যত হিরণের বিরুদ্ধে স্বর শোনা গেল মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গলায়৷ শুক্রবার সকালে খড়গপুরের

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর, ২৯ মার্চ— হিরণের বিরুদ্ধে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ শানানোর অভিযোগ উঠেছে৷ হিরণের বলগাহীন কথাবার্তার জন্য বৃহস্পতিবার মাদপুরে মিডিয়াকেও দোষারোপ করেছেন দেব৷ কিন্ত্ত হিরণকে কাউন্টার করতে দেবকেও ব্যক্তি আক্রমণ করার রাস্তায় হাঁটতে হয়েছে৷ এবার সেই বিতর্কে কার্যত হিরণের বিরুদ্ধে স্বর শোনা গেল মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গলায়৷

শুক্রবার সকালে খড়গপুরের শহরের ৩৪ নং ওয়ার্ডের রবীন্দ্রপল্লিতে শিবমন্দিরে পুজো দেওয়ার পর অগ্নিমিত্রা ‘ভাষা সন্ত্রাস’ প্রসঙ্গে বলেন, ‘আমি একদমই এগুলি পছন্দ করি না৷ আমি অত্যন্ত সচেতনভাবে কথা বলি৷ নীতি-আদর্শের ফারাক থাকবে৷ এ এক দলের, আমি অন্য দলের৷ কিন্ত্ত তাই বলে ব্যক্তি আক্রমণ করা, কটু শব্দ ব্যবহার করা কখনওই উচিত নয়৷ মনে রাখতে হবে এটা পশ্চিমবঙ্গ৷ রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগরের জায়গা৷ যিনি যে দলেরই হোক ভাষা সন্ত্রাস পছন্দ করি না৷’

তৃণমূলকে দোষারোপ করে অগ্নিমিত্রা বলেন, অন্য রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হলে তৃণমূল সরব হয়৷ কিন্ত্ত এই রাজ্যে ওই ধরনের ঘটনার নিন্দা করেন না৷ মুখ্যমন্ত্রীর সন্দেশখালি যাওয়ার সময় হয় না৷ আমরা কিন্ত্ত মণিপুরে মহিলাদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছি৷ অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের ফারাকটা হল, উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার হলে অপরাধীকে শাস্তি হয়৷ কিন্ত্ত এই রাজ্যে হাতে তৃণমূলের ঝান্ডা থাকলে সব অপরাধ মাফ৷ মুখ্যমন্ত্রী শাহজাহানদের পক্ষে দাঁড়ান৷

রেলের বস্তি উচ্ছেদ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন,  প্রধানমন্ত্রী অন্য দেশে অত্যাচারিতদের আমাদের দেশে আশ্রয় দিচ্ছেন, নাগরিকত্ব দিচ্ছেন৷ সেখানে আপনাদের কি মনে হয় রেলের জমি থেকে গরিবদের উচ্ছেদ করবেন৷
হিরণ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, ‘হিরণ আমাকে শুভেচ্ছা জানিয়েছে৷ আমাদের কথা হয়েছে৷ আমাদের এক পরিবার৷ আমরা দু’জনেই সংসদে গিয়ে মেদিনীপুর ও ঘাটালে উন্নয়নের কাজ করব৷ মানুষ এবং দিলীপ ঘোষের আশীর্বাদে সংসদে আমরা যাচ্ছিই৷’

অগ্নিমিত্রা আরও বলেন, মানুষের হূদয়ে প্রধানমন্ত্রীজির জন্য অগাধ ভালবাসা রয়েছে৷ যে ভালবাসা মোদিজির প্রাপ্য সেটা আমরা পাচ্ছি৷

দিলীপের ছায়া তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে, স্পষ্ট হয় অগ্নিমিত্রার গলায়, ‘অনেক কাজ দিলীপদা করেছেন৷ বাকি কাজ আমি করব৷’ রবীন্দ্রপল্লিতে চা-চক্র শেষ করে প্রেমবাজারে জনসম্পর্ক অভিযান করেন অগ্নিমিত্রা৷