পুরনো বসে যাওয়া কর্মীদের সঙ্গে বৈঠক অগ্নিমিত্রার

অভিষেক রায়, খড়গপুর, ২৪ এপ্রিল— বিজেপির পুরনো কর্মীদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল৷ আজ খড়গপুরে নিজের অস্থায়ী বাসভবনে এই বৈঠক করেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী৷

দিলীপ ঘোষ সাংসদ থাকাকালীন বিজেপির পুরনো দিনের কর্মীদের অনেকেই বসে গিয়েছিলেন৷ নির্বাচন এলে দিলীপবাবু তাদের সঙ্গে বসতেন বটে কিন্ত্ত গত সাত বছরে দলের মধ্যে সেভাবে সাংগঠনিক কোন গুরুত্ব এই নেতারা পাননি৷ দলের শীর্ষ নেতৃত্বও এই পুরনো কর্মীদের ব্যাপারে ছিল উদাসীন৷ তার অন্যতম কারণ মেদিনীপুরে দিলীপ ঘোষের উপস্থিতি৷ তাকে অবজ্ঞা করে এইসব কর্মীদের দলে গুরুত্ব দেওয়ার চিন্তাভাবনা কখনোই মাথায় আনা হয়নি৷ এদের অনেকে বসে গিয়েছেন৷ আবার অনেকে নিঃশব্দে কাজ করে গিয়েছেন৷

এবারের নির্বাচনের আগে বিজেপির অন্দরমহলে আচমকাই বস্তি উন্নয়ন সেল বলে একটি নতুন সংগঠনের উদয় হয়৷ এই বস্তি উন্নয়ন সেলের মেদিনীপুর সাংগঠনিক জেলার আহ্বায়ক করা হয় দলের পুরনো দিনের কর্মী, অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সাংগঠনিক সাধারণ সম্পাদক বাবলু বরমকে৷ সেলের ব্যানারের নিচে থেকে দলে কোণঠাসা হয়ে থাকা কর্মীরা কাজ করার জায়গা খুঁজে পান৷ তারা খড়গপুর এবং মেদিনীপুর শহরে একাধিক বস্তিতে গিয়ে মোদি সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার শুরু করেন৷ এইসব প্রকল্পের সুবিধা বস্তি এলাকায় কতটা পৌঁচ্ছছে তারও খোঁজখবর নেন৷ বলতে দ্বিধা নেই বস্তি উন্নয়নের কাজকর্ম বিজেপির অন্দরমহলের রাজনীতিতে ঢেউ তোলে৷ বুধবার দুপুরে এই কর্মীদের সঙ্গেই বৈঠক করেন অগ্নিমিত্রা পল৷


Agnimitra’s meeting with old sitting workersAgnimitra’s meeting with old sitting workersতবু আমরা প্রচারের কাজ চালিয়ে গিয়েছি৷ দিদিভাই আমাদের কথা মন দিয়ে শুনেছেন৷ তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেছেন৷ পরবর্তী সময়ে নির্বাচন পর্ব মিটে গেলে পুরনো কর্মীদের দলে যাতে যথাযথ মর্যাদা দেওয়া হয় তার জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন বলেও কথা দিয়েছেন৷ বস্তি উন্নয়ন সেল এইভাবে প্রচার করছে শুনে তিনি খুশি হন৷ বেলারানী আরও জানান, ব্লকে ব্লকে বিজেপির বহু কর্মী এখনো বসে আছেন৷ তাদের নামের তালিকা তৈরি করে তার হাতে দেওয়ার জন্য অগ্নিমিত্রা অনুরোধ করেন৷ সেলের আহ্বায়ক বাবলু বরম সেই দায়িত্ব দ্রুত পালন করবেন বলে কথা দিয়েছেন৷ প্রয়োজনে সাংগঠনিক জেলায় বসে যাওয়া কর্মীদের নিয়ে বড় মাপের একটি বৈঠক করারও প্রস্তাব তিনি অগ্নিমিত্রা পলকে দেন, জানান বৈঠকে উপস্থিত পুরনো বিজেপি নেতা জয়ন্ত ব্যানার্জি৷ বেনারানী বলেন, আগামীকাল আমরা ২৫ ও ২৪ নম্বর ওয়ার্ডে চাটাই বৈঠক করবো৷ এই দুটি বৈঠকে অগ্নিমিত্রাদি উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন৷ তিনি আরো একটা কথা জানিয়েছেন প্রতিদিন নির্বাচনী প্রচার শেষে তিনি খড়্গপুরে রাত আটটা সাডে় আটটার দিকে ফেরেন৷ সেই সময় কোন বস্তিতে গিয়ে চাটাই বৈঠক করে এলাকার লোকেদের সঙ্গে কথা বলার জন্য তিনি প্রস্তুত৷

সেই অনুযায়ী বস্তি উন্নয়ন সেলের নেতৃত্বকে তিনি পরিকল্পনা তৈরি করার প্রস্তাব দেন৷ আগামী ২৬ এপ্রিল শুভেন্দু অধিকারী খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয় নং ২ সংলগ্ন ময়দানে কর্মী সভা করবেন৷ এই সভায় বিজেপিতে যোগদান করবেন প্রাক্তন কাউন্সিলর জগদম্বা গুপ্তা, বিজেপি সূত্রে জানা গিয়েছে৷ ২০১৫ সালে বিজেপির টিকিটে পৌর নির্বাচনে জয়ী হয়েছিলেন জগদম্বা৷ পরে মিথ্যা মামলায় জডি়য়ে দিয়ে তাকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়৷ সেই জগদম্বা ফের বিজেপিতে ফিরছেন৷