• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে তৎপর বসিরহাট পুলিশ

সন্দেশখালিতে জারি হল ১৪৪ ধারা নিজস্ব প্রতিনিধি— চলতি বছরের শুরু থেকেই সন্দেশখালিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র৷ কখনও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ আবার কখনও স্টিং ভিডিও ভাইরাল হতেই ব্যাকফুটে গিয়েছে বিজেপি, সন্দেশখালিতে বয়েছে উল্টো হাওয়া৷ ভোট পরবর্তী হিংসা ঠেকাতে এবার ভোটের পরের দিনই সন্দেশখালিতে জারি হল ১৪৪ ধারা৷ রবিবার থেকে ভোটের

সন্দেশখালিতে জারি হল ১৪৪ ধারা

নিজস্ব প্রতিনিধি— চলতি বছরের শুরু থেকেই সন্দেশখালিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র৷ কখনও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ আবার কখনও স্টিং ভিডিও ভাইরাল হতেই ব্যাকফুটে গিয়েছে বিজেপি, সন্দেশখালিতে বয়েছে উল্টো হাওয়া৷ ভোট পরবর্তী হিংসা ঠেকাতে এবার ভোটের পরের দিনই সন্দেশখালিতে জারি হল ১৪৪ ধারা৷ রবিবার থেকে ভোটের ফল বেরোনোর দিন অর্থাৎ আগামী ৪ জুন পর্যন্ত ন্যাজাট থানা এলাকার সরবেডি়য়া থেকে বয়ারমারি পর্যন্ত ১৪৪ ধারা জারি করল পুলিশ প্রশাসন৷ রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে এই নির্দেশিকা৷ সড়বেডি়য়া, আগারহাটি, বয়রামারির মতো ১৭টি এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা৷ রবিবার এই ঘোষণা করেছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেন্দি রহমান৷

উল্লেখ্য, শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফায় ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট৷ এদিন সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালি৷ বেড়মজুর, বয়ারমারি, আগারহাটি, কানমারি ইত্যাদি এলাকা, ছিল কার্যত অশান্ত৷ ভোটের দিনেও দেখা গিয়েছে সন্দেশখালির মহিলাদের আন্দোলন৷ একসময় সন্দেশখালির মহিলাদের অভিযোগ ছিল, দশ বছর তাঁরা শেখ শাহজাহান ও তাঁর ভাইয়ের দলবলের জন্য ভোট দিতে পারেননি৷ কিন্ত্ত এখন শাহজাহান জেলে৷ তবে আতঙ্ক পিছু ছাডে়নি, তবে প্রত্যেক ক্ষেত্রেই পুলিশ প্রশাসন ছিল তৎপর৷ যদিও ব্যতিক্রমী চিত্রও ধরা পড়েছে৷ ভোটের দিন সন্দেশখালি ন্যাজাট থানার বয়ারমারি-২ গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা থেকে গোলমালের খবর সামনে আসে৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেধড়ক মার খান পুলিশের এসআই সাগির জামান৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ তারপরেই এই পদক্ষেপ জারি করল প্রশাসন৷ অন্যদিকে, ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারিতে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া৷ পুলিশকে হেনস্থা করা এবং পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ৷ তাঁদের আদালতে হাজির করানো হয় রবিবার৷ এভাবেই দফায় দফায় অশান্ত হয়ে উঠেছিল সন্দেশখালি, সেই অশান্তির রেশ এখনও বর্তমান৷

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট আসনে তৃণমূল জিতেছিল প্রায় সাডে় তিন লক্ষ ভোটে৷ তবে এবার ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ নুসরত জাহানকে প্রার্থী করেনি শাসকদল৷ সে নিয়ে জল্পনা কাটিয়ে ওই কেন্দ্রে হাজি নুরুল ইসলামকে প্রার্থী করে তৃণমূল৷ হাজি নুরুলের সমর্থনে একাধিক জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ জনসভা থেকে ভোট ব্যবধান বাড়ানোর আর্জি রেখে গেছেন অভিষেক৷ অন্যদিকে, সন্দেশখালি আন্দোলনের অন্যতম ‘মুখ’ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি৷

উল্লেখ্য, এই রেখা রাজনীতির মূল স্রোতে না থাকলেও তাঁর উত্থান চোখে পড়ার মতো৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও একাধিক বার শোনা গিয়েছে তাঁর প্রশংসা৷ বামেদের তরফ থেকে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে৷ সুতরাং এই তিন রাজনৈতিক দলের মধ্যে লড়াই যে হাড্ডাহাড্ডি, তা আর বলার অপেক্ষা রাখে না৷ বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্র বাদুডি়য়া, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ৷ ওই সব ক’টি আসনেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল৷ তবে এবার হাওয়া ঘুরেছিল সন্দেশখালিতে৷ একের পর এক তৃণমূলের বিরুদ্ধ নিন্দনীয় অভিযোগ সামনে এসেছিলো৷ সন্দেশখালিতে পাড়ি দিয়েছিলো ইডি, সিবিআই থেকে এনআইএ৷ তবে ভোটপর্বের মধ্যেই ফাঁস হয় ‘স্টিং ভিডিও’৷

সন্দেশখালির মহিলারা রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়৷ তারপর থেকে এই ইসু্যকে কেন্দ্র করেই নির্বাচনী প্রচারে আরও এক ধাপ এগিয়ে যায় তৃণমূল৷ স্টিং ভিডিও-কে বিজেপি ‘ফেক’ বলে দাবি করলেও, নিজ বক্তব্যের সমর্থনে দিতে পারেনি কোনো প্রমাণ৷ অন্যদিকে সম্প্রতি বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সিরিয়া পারভীন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় ভিত মজবুত হয় রাজ্যের শাসকদলের৷

শেষ দফার নির্বাচনের দিন হাজার অশান্তি ঠেলেও বাংলার নয়টি লোকসভা কেন্দ্রের মধ্যে বসিরহাটে ভোটদানের হার হয় সর্বাধিক, যা ছিল অবাক করার মতো৷ যে অঞ্চলের মহিলারা ভোট দিতে পারতেন না, তাঁরাই আজ জোটবদ্ধ হয়ে নিজ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন শুধুমাত্র শাহজাহান জেলের থাকার কারণেই নাকি স্টিং ভিডিও প্রকাশ্যে আসায় তাঁরা বল পেয়েছেন? এবার এই হাইভোল্টেজ কেন্দ্রে কোন ফুল ফুটবে সেই দিকে তাকিয়ে আছে বাংলা৷ তবে বিজেপির চক্রান্তে যেভাবে সন্দেশখালির মহিলাদের মানহানি করা হয়েছে, তার যোগ্য জবাব মহিলারা দেবেন ইভিএমেই, ধারণা রাজনৈতিক মহলের৷