• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

তসর, বোমকাইয়ের পর সিল্ক, পোশাকেও চমক নির্মলার

দিল্লি, ২৩ জুলাই– রেকর্ড গডে় টানা সপ্তমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তবে শুধু তার রেকর্ড নয়, তার পোশাকেও চমক ছিল মঙ্গলবার৷ নানা আলোচনার মাঝে এদিন সকালে নজর কাড়ল অর্থমন্ত্রীর পোশাক৷ প্রতিবারের মতো এবারও নির্মলার শাডি়তে চমক৷ এবারও তিনি বেছে নিয়েছেন হস্তশিল্পের দারুণ কাজের শাডি়৷ রঙেও বৈচিত্র্য – সাদা পাড়ের উজ্জ্বল রানি রং, শাডি়তে

দিল্লি, ২৩ জুলাই– রেকর্ড গডে় টানা সপ্তমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তবে শুধু তার রেকর্ড নয়, তার পোশাকেও চমক ছিল মঙ্গলবার৷ নানা আলোচনার মাঝে এদিন সকালে নজর কাড়ল অর্থমন্ত্রীর পোশাক৷ প্রতিবারের মতো এবারও নির্মলার শাডি়তে চমক৷ এবারও তিনি বেছে নিয়েছেন হস্তশিল্পের দারুণ কাজের শাডি়৷ রঙেও বৈচিত্র্য – সাদা পাড়ের উজ্জ্বল রানি রং, শাডি়তে হালকা চেক৷

মঙ্গলবার সকাল ৯টা নাগাদ দিল্লির নর্থ ব্লকে অর্থমন্ত্রকে প্রবেশ করেন নির্মলা সীতারমণ৷ বাজেটের খুঁটিনাটি প্রস্তুতি নিয়ে, আধিকারিকদের সঙ্গে আলাপ-আলোচনার সেরে প্রায় আধঘণ্টা পর বেরিয়ে আসেন৷ হাতে তাঁর লাল ‘বহি-খাতা’, যা ২০১৯ সাল থেকে কাগজের ফাইলের বদলে বদলে গিয়েছে ডিজিটাল নথিতে৷ বহিরঙ্গের লাল রং বজায় রেখে তার ভিতরে এবার জায়গা করে নিয়েছে ট্যাবে, যাতে থাকে বাজেটের সমস্ত তথ্য৷ সংসদে তার মাধ্যমেই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ এদিন অর্থমন্ত্রক থেকে বেরিয়ে সংক্ষিপ্ত ফটোসেশনও করলেন নির্মলা সীতারমণ ও মন্ত্রকের অন্যান্য আধিকারিকরা৷

সাদা-রানি শাডি়র সঙ্গে উজ্জ্বল রানি রঙের ব্লাউজ নির্মলার পরনে৷ দু হাতে সাধারণ দুটি চুডি়, গলায় হার ও কানে ছোট দুল আর কপালে টিপ – এই হল অর্থমন্ত্রীর বাজেট-পোশাক৷ তিনি বরাবরই সাজেগোজে বেশ সাধারণ৷ তবে শাডি়র পছন্দ তাঁর নিখুঁত এবং বিশেষ প্রশংসনীয়৷ বাজেটের দিন মহিলা অর্থমন্ত্রীর পোশাক সবসময়েই নজর কেডে়ছে৷ ২০১৯ সালে সীতারমণের পরনে ছিল একটি উজ্জ্বল গোলাপি রঙের সোনালি পাডে়র মঙ্গলগিরি শাডি়৷ উল্লেখ্য, সেটাই ছিল তাঁর প্রথম বাজেট পেশ৷ ২০২০ সালে সীতারমন বাজেটের দিন পরেছিলেন একটি একটি উজ্জ্বল হলুদ-সোনালি রঙের শাডি়৷ তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ৷ হলুদ রঙ হল সমৃদ্ধির প্রতীক৷ ২০২১ সালে নির্মলার পরনে ছিল লাল এবং অফ হোয়াইট রঙের পচমপল্লি সিল্ক৷ যার আঁচলে ছিল ইক্কত নকশার কাজ৷

পচমপল্লি ইক্কত পরম্পরাগতভাবে তৈরি হয় তেলঙ্গানার ভুড়ান পচমপল্লিতে৷ যাকে ভারতের রেশম শহর বলে ডাকা হয়৷ ২০২২ সালে নির্মলা সীতারামন পরেছিলেন একটি বোমকাই শাডি়৷ ওডি়শার এই শাডি়টিও খুব একটা জমকালো ছিল না৷