• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

৭ লক্ষের বেশি লিড নিয়ে রেকর্ড জয় অভিষেকের

প্রশান্ত দাস: ভোট মিটতেই বুথ ফেরত সমীক্ষা কে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ দৃঢ় বিশ্বাস রেখেছিলেন নিজ কর্মে৷ এমনকি তাঁর সহযোদ্ধাদেরও পরামর্শ দিয়েছিলেন মনোবল না হারানোর৷ দিন গড়াতেই চমক! মঙ্গলে মিলে গেলো অভিষেকের মঙ্গলবার্তা৷ গণনা শুরুর প্রথম রাউন্ড থেকেই তাঁর প্রতিদ্বন্দ্বিদের পেছনে ফেলে এগিয়ে ছিলেন অভিষেক৷ এরপর বেলা বাড়তে না বাড়তেই রেকর্ড-মার্জিনে

প্রশান্ত দাস: ভোট মিটতেই বুথ ফেরত সমীক্ষা কে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ দৃঢ় বিশ্বাস রেখেছিলেন নিজ কর্মে৷ এমনকি তাঁর সহযোদ্ধাদেরও পরামর্শ দিয়েছিলেন মনোবল না হারানোর৷ দিন গড়াতেই চমক! মঙ্গলে মিলে গেলো অভিষেকের মঙ্গলবার্তা৷ গণনা শুরুর প্রথম রাউন্ড থেকেই তাঁর প্রতিদ্বন্দ্বিদের পেছনে ফেলে এগিয়ে ছিলেন অভিষেক৷ এরপর বেলা বাড়তে না বাড়তেই রেকর্ড-মার্জিনে জয়ের মুকুট পরেন যুবরাজ৷ ৮ হাজার, ২২ হাজার, ৩২ হাজার থেকে বেড়ে শেষশেষ ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেকের ভোট ব্যবধান দাঁড়ায় ৭ লক্ষেরও বেশি৷ অভিষেকের ঝুলিতে ভোট পড়ে ১০ লক্ষেরও বেশি, যা চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় রেকর্ড জয়৷

প্রসঙ্গত উল্লেখ্য, এবার ৪ লক্ষের ভোট ব্যবধানের আর্জি জানিয়েছিলেন অভিষেক তাঁর পরিবার অর্থাৎ ডায়মন্ড হারবারবাসীর কাছে৷ কিন্ত্ত পরিবার কখনও খালি হাতে ফেরায় না৷ উন্নয়নের নিরিখে সংঘটিত নির্বাচনে হ্যাটট্রিক করেন তৃণমূল সেনাপতি, ফের হন ডায়মন্ড হারবারের সাংসদ৷ এদিন জয়ের পরই ডায়মন্ড হারবারের ভোট গণনাকেন্দ্র আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সে আসেন অভিষেক এবং নিজ সার্টিফিকেট নেন৷

এরপরই সাংবাদিকদের উদ্দেশ্যে দেখান ‘বিজয় চিহ্ন’ এবং মুখে ছিল তাঁর জয়ের হাসি৷ প্রসঙ্গত উল্লেখ্য, এই কেন্দ্র অতীতে ‘বামেদের গড়’ হিসেবে পরিচিত ছিল৷ ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভোটে লডে়ন এবং মাত্র ৭১ হাজার ভোট ব্যবধানে জয়ী হন৷ এরপর থেকে সেখানে রাজ্য শাসকদলের জয়ের ধারা অব্যাহত থাকে৷