নিজস্ব প্রতিনিধি— সংক্ষিপ্ত অথচ সুনিপুণ বক্তব্যে ইদের মঞ্চ থেকে হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ পবিত্র রমজান মাস শেষে বৃহস্পতিবার খুশির ইদ৷ সেই উপলক্ষ্যেই সেজে উঠেছে জাকারিয়া স্ট্রিট তথা গোটা কলকাতা৷ এদিন কলকাতার রেড রোডে ইদের নমাজে উপস্থিত হন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়৷ ইদের মঞ্চ থেকেই বিরোধীদের আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কিন্ত্ত ব্যতিক্রমী ছিলেন অভিষেক৷ তাঁর প্রায় আড়াই মিনিটের বক্তব্যে ছিল না কোনও রাজনৈতিক বার্তা৷ তবে দিন বদলের প্রচ্ছন্ন বার্তা দিয়েছেন তিনি৷ পাশাপাশি ইদের মঞ্চ থেকে শায়েরির মাধ্যমে পরিবর্তনের ডাক দিলেন অভিষেক৷ তাঁর ভাষায়, ‘আব কুছ ভি হো, মৌসম বদলনা চাহিয়ে৷’
প্রথমেই সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে অভিষেক বলেন, ‘আপনারা একমাস ধরে রোজা রেখেছেন৷ আল্লার কাছে প্রার্থনা করেছেন৷ আল্লা আপনার সমস্ত কামনা পূর্ণ করুক৷ সকলের পরিবারে শান্তি, সুস্বাস্থ্য কামনা করি৷ সকলে ভালবাসায় থাকুন৷’ এরপরই অভিষেকের কণ্ঠে শোনা যায় সম্প্রীতির বার্তা৷ তিনি বলেন, ‘যেভাবে আপনারা সৌভ্রাতৃত্ব বজায় রেখেছেন সেটা যেন বজায় থাকে৷ যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে করবা চৌথও হয়৷ যে গঙ্গার জল হিন্দু ভাই পান করেন, সেই গঙ্গার জলই একজন মুসলমান ভাইও পান করেন৷ জল–চাঁদের কোনও ধর্ম নেই৷ যে হাওয়ায় শ্বাস নিই আমরা, তারও কোনও ধর্ম নেই৷’ অবশেষে প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা দিয়ে অভিষেক ঘুরপথে আক্রমণ করেছেন কেন্দ্র সরকারকে৷ শের–শায়েরী দিয়ে অভিষেক বলেন, ‘কিড়ায়দার হ্যায়, জাতি মকান থোরি হ্যায়৷ যে সরকার আপনারা মনোনীত করেন, তার মালিক আপনারাই৷ সরকার ভাড়াটে হয়, সরকার স্থায়ী নয়, স্থায়ী হল জনতা৷ হিন্দুস্থান কি কারও বাবার? সৌভ্রাতৃত্বটাই বজায় রাখতে হবে৷ আব কুছ ভি হো, মৌসম বদলানা চাহিয়ে৷’ এভাবেই লোকসভা নির্বাচনের আবহে দাঁডি়য়ে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েও পরিস্থিতি বদলানোর প্রচ্ছন্ন বার্তা দেন যুবরাজ৷