জেলার বাছাই একশো নেতার সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক

অভিষেক রায়, খড়গপুর, ১৮ এপ্রিল– আগামী ২২ এপ্রিল খড়গপুর আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক মেদিনীপুর সাংগঠনিক জেলার ১০০ জন বাছাই করা নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে৷ খড়গপুর লোকাল থানার অন্তর্গত রূপনারায়নপুরে একটি বেসরকারি হোটেলে এই বৈঠক হবে৷ রূপনারায়ণপুরেই হেলিকপ্টারে নেমে ওই হোটেলে রুদ্ধদ্ধার বৈঠকে জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মূলত মেদিনীপুর সাংগঠনিক জেলায় প্রচার কাজ কিভাবে চলছে, কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এসব বিষয়েই জেলা নেতাদের সঙ্গে কথা বলবেন অভিষেক নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশক তিনি দেবেন বলে মনে করা হচ্ছে৷

২০১৯ সালে লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসনে জয়ী হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ৷ এবারে দিলীপবাবুকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে৷ দিলীপবাবুর না থাকা তৃণমূল কংগ্রেসকে বাড়তি অ্যাডভ্যান্টেজ দিয়েছে৷ সেই অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে মেদিনীপুর আসন পুনরুদ্ধার করাই তৃণমূল শীর্ষ নেতৃত্বের লক্ষ্য৷ সেই লক্ষ্য পূরণের জন্য জেলায় দলীয় সংগঠন কতটা তৈরি সেটা খতিয়ে দেখতেই অভিষেকের এই বৈঠক৷
এই বৈঠকেই অবশ্য শেষ নয়৷ খড়গপুর সদর বিধানসভা আসনে গত নির্বাচনে ৪৫ হাজার ভোটে পিছিয়ে ছিলেন কংগ্রেসের মানস ভূঁইয়া৷ এবারে তাই খড়গপুর সদর আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷ রাম মন্দির থেকে এই রোড শো মালঞ্চ অব্দি করা হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে৷ আগামী ৯ বা ১০ মে এই রোড শো হতে পারে৷