আজ পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে অভিষেকের জোড়া জনসভা

নিজস্ব প্রতিনিধি— আগামী ২৫ জুন অর্থাৎ ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে পুরুলিয়া ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রে৷ দুই কেন্দ্রই এককথায় হাইভোল্টেজ! গত লোকসভা নির্বাচনে এই দুই কেন্দ্রেই ফুটেছিল পদ্মফুল৷ তাই এবার কেন্দ্রদ্বয়ে ঘাসফুল ফোটাতে মরিয়া শাসকদল৷ সেই উদ্দেশ্য বাস্তবায়নেই এই দুই কেন্দ্রেই আজ পাড়ি দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলে কি মঙ্গলবার্তা দেন যুবরাজ সেই দিকেই তাকিয়ে পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরবাসী৷ আজ দুপুরে প্রথমে অভিষেক পৌঁছবেন পুরুলিয়ায়, সেখানে প্রার্থী শান্তিরাম মাহাতর সমর্থনে জনসভা করবেন৷ তারপরই অভিষেক পৌঁছবেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, সেখানেও প্রার্থী জুন মালিয়ার সমর্থনে করবেন জনসভা৷ সুতরাং আজকের অভিষেকের জোড়া জনসভার দিকেই তাকিয়ে বাংলা৷

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের মানস ভঁুইয়াকে হারিয়ে মেদিনীপুর কেন্দ্রে জেতেন বিজেপির দিলীপ ঘোষ৷ যদিও এই চিত্র বদলে যায় বিধানসভা নির্বাচনে৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে শুধুমাত্র খড়্গপুর সদরে বিজেপি জিতেছিল৷ তৃণমূল জিতেছিল বাকি ছ’টি আসন— এগরা, দাঁতন, কেশিয়াডি়, খড়্গপুর, নারায়ণগড় এবং মেদিনীপুরে৷ এবার অর্থাৎ ২০২৪ এ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে জুন মালিয়াকে৷ বিপক্ষ প্রার্থী হয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পাল৷ স্বাভাবিকভাবে দুই তারকা প্রার্থীর মধ্যে জোর টক্কর হতে চলেছে আগামী ২৫ জুন৷ অন্যদিকে, পুরুলিয়া কেন্দ্রে প্রত্যেক রাজনৈতিক দলেরই ভোটব্যাঙ্ক কুড়মিরা৷ এই কেন্দ্র তৃণমূল সামান্য হলেও পিছিয়ে রয়েছে৷ ১৯৭৭ সাল থেকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল৷ ফরওয়ার্ড ব্লকের চিত্তরঞ্জন মাহাত টানা পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন৷ ২০১৪ সালে তৃণমূলের মৃগাঙ্ক মাহাতো জিতলেও ২০১৯ সালে তাঁকে হারিয়ে দেন বিজেপির জ্যোতির্ময় মাহাতো৷