• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আমতলার অফিস থেকেই নজরদারি অভিষেকের

প্রশান্ত দাস: ঘূর্ণিঝড় রেমালের দাপটে বিদ্ধস্ত দক্ষিণবঙ্গ৷ রবিবার রাতেই ল্যান্ডফল করেছে রেমাল৷ সোমের সকাল হতে হতেই ঝড়ের বিভীষকা কেটে গেলেও বৃষ্টি হয়েছে লাগাতার৷ এই পরিস্থিতিতে নিজ বক্তব্যে অটল রইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ তাঁর ভাষায়, “আমাদের কাছে প্রত্যেকটা মানুষের জীবনে মণিমুক্তের মতো৷ প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজন হলে রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখে মানুষের পাশে দাঁড়াবো৷”

প্রশান্ত দাস: ঘূর্ণিঝড় রেমালের দাপটে বিদ্ধস্ত দক্ষিণবঙ্গ৷ রবিবার রাতেই ল্যান্ডফল করেছে রেমাল৷ সোমের সকাল হতে হতেই ঝড়ের বিভীষকা কেটে গেলেও বৃষ্টি হয়েছে লাগাতার৷ এই পরিস্থিতিতে নিজ বক্তব্যে অটল রইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ তাঁর ভাষায়, “আমাদের কাছে প্রত্যেকটা মানুষের জীবনে মণিমুক্তের মতো৷ প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজন হলে রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখে মানুষের পাশে দাঁড়াবো৷” যেমন কথা তেমন কাজ৷ প্রতিকূল আবহাওয়ার কারণে রবির পর এবার সোমের কর্মসূচিও বাতিল করলেন যুবরাজ৷ সোমবার নিজ গড় ডায়মন্ড হারবারের অন্তর্গত ফলতা বিধানসভার জোড়া বটতলা থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত রোডশো-এর পরিকল্পনা ছিল অভিষেকের৷ দুপুর ৩ টে থেকে এই রোডশো শুরু হওয়ার কথা ছিল৷ কিন্ত্ত প্রকৃতির ভ্রুকূটির কারণে অভিষেক বাতিল করেছেন এই রোডশো৷ তার পরিবর্তে ঝড়বৃষ্টি উপেক্ষা করেই অভিষেক বিকেল ৫ টায় উপস্থিত হয়েছিলেন তাঁর আমতলার অফিসে৷ সেখানে থেকেই তিনি দলীয় কর্মীদের কাজের তদারকি করেছিলেন৷ পাশাপাশি দুর্যোগে বিদ্ধস্তদের উদ্ধারকার্যে যেন কোনো ত্রুটি না থাকে তাও খতিয়ে দেখেছিলেন৷ এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তার পরামর্শ দিয়েছিলেন দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দকে৷ উল্লেখ্য, অভিষেক রবিবার রাত থেকেই সম্পূর্ণ পরিস্থিতির মনিটারিং করেছিলেন নির্দিষ্ট স্থান থেকে৷

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার জোড়া কর্মসূচি ছিল অভিষেকের৷ বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে বাদুড়িয়ার মলেয়াপুর বলমারি ব্রিজের পার্শ্বস্থ সাথী ভাটার মাঠে আয়োজিত জনসভাটি করেছিলেন তৃণমূল সেনাপতি৷ কিন্ত্ত ডায়মন্ড হারবারের মেটিয়াবুরুজ বিধানসভার সন্তোষপুর অটো স্ট্যান্ড থেকে রবীন্দ্রনগর থানা পর্যন্ত আয়োজিত রোডশো এদিন বাতিল করেছিলেন তিনি৷ সেই জনসভা থেকেই রেমাল ঘূর্ণিঝড় নিয়ে অভিষেক জনসাধারণ এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, “এই কঠিন সময়ে, আপনি কেবল তৃণমূল কর্মীদের দিন-রাত পাশে পাবেন৷ রিলিফ ক্যাম্পে পৌঁছে দেওয়া থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া সবরকম ভাবে মানুষের পাশে দাঁড়ায় তৃণমূল কর্মীরাই৷ দক্ষিণ ২৪ পরগনায় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ আমি আমার দলের নেতৃত্ব এবং কর্মীদের অনুরোধ করবো, বরাবরের মতো এবারও যেন তাঁরা মানুষের পাশে দাঁড়ান৷ ” এই মতো নিজ সিদ্ধান্তে এবং বক্তব্যে অটল থেকে রেমাল মোকাবিলায় মানুষের পাশে ঢাল দাঁড়ালেন অভিষেক বন্দোপাধ্যায়৷