শেষ বেলায় উত্তরবঙ্গের মাটিতে ঝড় তুলতে চলেছেন অভিষেক!

নিজস্ব প্রতিনিধি— শেষ মুহূর্তে অভিষেকের টার্গেট উত্তরবঙ্গ৷ বিগত কয়েক সপ্তাহে জেলায় জেলায় পাড়ি দিয়ে দলীয় নেতা, কর্মীদের নিয়ে ম্যারাথন বৈঠকে বসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মোদী, মমতার পর এবার অভিষেক পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গে৷ রোড শো, জনসভা একের পর এক রাজনৈতিক কর্মসূচী করে রাজনৈতিক পারদ চড়াবেন উত্তরবঙ্গের৷ শেষ মুহূর্তের ‘অভিষেক স্ট্রাটেজি’ নিম্নরূপ৷ ১২ই এপ্রিল জলপাইগুডি় এবং ধুপগুডি়তে নির্বাচনী জনসভা করবেন অভিষেক, ১৩ই এপ্রিল কোচবিহারে রোড শো করবেন এবং ১৬ই এপ্রিল কোচবিহারে জনসভা ও আলিপুরদুয়ারে করবেন রোড শো৷

এক্ষেত্রে উল্লেখ্য, ১৯শে এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে৷ তাই এই তিন জেলাকেই আপাতত অগ্রাধিকার দিচ্ছেন যুবরাজ৷ সম্প্রতি উত্তরবঙ্গের একাধিক লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক করেছেন তিনি৷ কখনও কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের আবার কখনও যুদ্ধ জয়ের পরামর্শ দিয়েছেন৷ গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ পদ্ম ফুটিয়ে হতাশ করেছিল জোড়াফুলকে৷ তাই এবার বিন্দুমাত্র কাজে ফাঁক রাখতে নারাজ তৃণমূল সেনাপতি৷ সম্প্রতি বিজেপি নেতৃত্ব নিশীথ প্রামানিকের ঘটনাকে কেন্দ্র করে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরবঙ্গ, সেই আগুন এখনও জ্বলছে৷ এই ঘটনাই উত্তরবঙ্গে তৃণমূলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, এমনটাই মনে করছে জোড়াফুল শিবির৷

পাশাপাশি গত রবিবারের ভয়ানক ঝড়ে বিদ্ধস্ত হয়ে পড়ে জলপাইগুড়ি এবং তার পার্শ্ববর্তী কিছু জেলার খানিক অংশ৷ সেসময়ও ঝড়ে বিদ্ধস্ত মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়৷ পাত্তা পাওয়া যায়নি হেভিওয়েট বিজেপি নেতৃত্বদের৷ এ ঘটনায় মানুষের আহত হওয়ার কারণ হিসেবে অভিষেক দায়ী করেছেন কেন্দ্রকেই৷ তাঁর মতে, কেন্দ্র আবাসের টাকা দিলে এই মানুষগুলোর মাথার ওপর ছাদ থাকতো তাহলে এতো ক্ষয়ক্ষতি হত না৷ সব মিলিয়ে সরগরম উত্তরবঙ্গের রাজনীতি৷ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গীয় ভোট ঝুঁকতে পারে ঘাসফুলের দিকে, আশাবাদী তৃণমূল৷


প্রসঙ্গত উল্লেখ্য, ধুপগুডি় কেন্দ্রের উপনির্বাচনের সময় এই ধুপগুডি়কে মহকুমা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল৷ সেই মোতাবেক ধুপগুডি় কেন্দ্রে তৃণমূল জয় পাওয়ার পরেই মহকুমা হিসেবে ঘোষণা করা হয়৷ আর সেই ধুপগুডি়র ময়দানেই নামবেন যুবরাজ৷ সূত্রের খবর, ১২ ও ১৩ এপ্রিল উত্তরবঙ্গে রাজনৈতিক কর্মসূচি করার পর ১৪ ও ১৫ই এপ্রিল পয়লা বৈশাখের কারণে কলকাতায় বেশ কিছু কর্মসূচিতে থাকবেন তিনি৷ তারপর ফের ১৬ এপ্রিল যাবেন কোচবিহার ও আলিপুরদুয়ারে৷ তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ১৭ই এপ্রিল অসম যাওয়ার সম্ভাবনাও রয়েছে অভিষেকের৷ তবে এই সবকিছুর আগে, আগামী ৭ এপ্রিল রবিবার দেব ভূম ঘাটালে রোড শো করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানে অভিনেতা দেবের সমর্থনেই প্রচারে নামবেন অভিষেক৷