অভিষেক ব্যানার্জির রোডশো ও তৃণমূলের ইস্তাহার প্রচারে পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে বৈঠকে শীর্ষ নেতারা

বাডি় বাডি় গিয়ে জনসংযোগের ডাক

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৮ এপ্রিল– চলতি মাসের ২৭ তারিখে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে নির্বাচনী প্রচারে রোডশো করবেন তৃণমূল কংগ্রেস এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ আর ওই কর্মসূচিতে কয়েক হাজার কর্মী সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্লক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা উঠেপডে় লেগেছেন৷ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এলাকার প্রতিটি পঞ্চায়েতে দলীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক৷ ভোটের প্রচার ও অভিষেক ব্যানার্জীর জামালপুরে রোডশো নিয়ে তৃণমূলের কর্মীদের নিয়ে বিভিন্ন অঞ্চলে কর্মী সভাও চলছে৷

এদিন জোতশ্রীরাম অঞ্চল, বেরুগ্রাম অঞ্চল ও জামালপুর- ২ অঞ্চলে কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করা হয়৷ কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জোত শ্রীরাম এর অঞ্চল সভাপতি তপন দে, প্রধান আরিফা বেগম, বেরুগ্রাম অঞ্চলের সভাপতি সাহাবুদ্দিন শেখ, প্রধান হাসনারা বেগম৷ ছিলেন জামালপুর-২ অঞ্চলের সভাপতি তথা প্রধান মিঠু পাল, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা৷ ভোটের মুখে কর্মীদের উজ্জীবিত করতেই এই কর্মী বৈঠকের আয়োজন বলে দাবি নেতৃত্বের৷ এই কর্মী সভা থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো কে সফল করতে প্রতিটি অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষকে অংশ গ্রহণ করতে হবে বলে কর্মীদের বলেন বিধায়ক ও ব্লক সভাপতি৷


আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী ডা. শর্মিলা সরকারকে বিপুল ভোটে জয় লাভ করাতে সকলকে এগিয়ে এসে দায়িত্ব নেওয়ার কথাও বলা হয়েছে৷ বাডি় বাডি় প্রচারে জোর দিতে উল্লেখ করা হয় বৈঠকে৷ বলা হয় সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে হবে৷ মানুষকে বাডি় বাডি় গিয়ে বোঝাতে হবে৷ বিশেষ করে তৃণমূল কংগ্রেস এর ইস্তাহারে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেই সব বিষয়ে সাধারণ মানুষের দরবারে পৌঁছে দেবার ডাক দেওয়া হয়৷