• facebook
  • twitter
Monday, 16 September, 2024

হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি– বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাখিল মামলা৷ এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিল, ‘ভোটের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য সরকার’৷ এই মামলার শুনানি পর্বে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘আগামী ২১ জুন এফআইআর-এর গ্রহণযোগ্যতা রয়েছে কিনা?

নিজস্ব প্রতিনিধি– বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাখিল মামলা৷ এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিল, ‘ভোটের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য সরকার’৷ এই মামলার শুনানি পর্বে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘আগামী ২১ জুন এফআইআর-এর গ্রহণযোগ্যতা রয়েছে কিনা? তার বিচার হবে৷ তার আগে মামলাকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না’৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে প্রথমে তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ তবে বিচারপতি সেনগুপ্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান৷ বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়৷ এদিন রাজ্যের তরফে বলা হয়, ‘এফআইআর রুজু হয়েছে৷ তদন্ত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে’৷ গত ৫ মে রোড শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক হসপিটাল মোডে়র চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে ‘চোর’ স্লোগান দেওয়া হয়৷ পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দেয়৷ এরপরই দু’পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়৷ এই ঘটনায় অভিজিতের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল শিক্ষক সংগঠন৷ অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্ভ্রমহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে৷ এই ঘটনায় খোকন মাইতি নামে বিজেপির এক কর্মীকে গ্রেফতার করা হয়েছিল৷ পরে তার জামিন হয়ে যায়৷ এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ‘বিজেপি কর্মী খোকন মাইতির মামলায় অভিযোগ ভিত্তিহীন৷ কারণ যে মহিলা অভিযোগ করেছিলেন তার কোনও গোপন জবানবন্দি নেওয়া হয়নি’৷ রাজ্যের এজির উদ্দেশে বিচারপতি ঘোষ জানিয়েছেন, ‘‘আপনি জানেন কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন হয়েছে৷ লোকসভা নির্বাচনের মধ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনও হয়রানি করবেন না৷’’ এজি পাল্টা বলেন, নিশ্চিত করছি ১৫ জুন পর্যন্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে না৷ অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ এবং তার পরের কিছুদিন পর্যন্ত স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্টের একদা বহু চর্চিত বিচারপতি তথা তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷