• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম পুলিশকর্মীর

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১১ এপ্রিল– বিচারকের চেয়ার ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়ে তমলুক কেন্দ্রের প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এহেন এক ‘ভোটপ্রার্থী’র পায়ে হাত দিয়ে প্রণাম করে বসলেন এক পুলিশ অফিসার৷ আর তা নিয়েই তীব্র বিতর্ক শুরু হয়েছে জেলা রাজনীতিতে৷ ভোটের মুখে এমনই এক ছবি ছড়িয়ে পড়ায় বিতর্কে জড়িয়ে পড়লেন তমলুকের এক পুলিশ আধিকারিক৷ জানা

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১১ এপ্রিল– বিচারকের চেয়ার ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়ে তমলুক কেন্দ্রের প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এহেন এক ‘ভোটপ্রার্থী’র পায়ে হাত দিয়ে প্রণাম করে বসলেন এক পুলিশ অফিসার৷ আর তা নিয়েই তীব্র বিতর্ক শুরু হয়েছে জেলা রাজনীতিতে৷ ভোটের মুখে এমনই এক ছবি ছড়িয়ে পড়ায় বিতর্কে জড়িয়ে পড়লেন তমলুকের এক পুলিশ আধিকারিক৷

জানা গিয়েছে, গত ৩ এপ্রিল ভোট প্রচারে তমলুকে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আর সেই সময়ই তমলুকের জেলখানা মোড় সংলগ্ন এলাকায় দলীয় প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় তমলুক টেলিকমের আইসি পদে থাকা অবধেশ সিংকে৷ সেই ছবিই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

Advertisement

আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ জানা গিয়েছে, তমলুক শহরের জেলখানা মোড় সংলগ্ন এলাকায় থাকেন অবধেশ সিং৷ পৈত্রিক বাড়িতেই দীর্ঘদিন ধরে সেখানেই সপরিবারে বসবাস করেন তিনি৷ বছর দু’য়েক আগেই সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন তিনি৷ বর্তমানে জেলা সদর তমলুকের নিমতৌড়িতে জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত ওই আধিকারিক৷
ওইদিন প্রচারে এসে জেলখানা মোড় সংলগ্ন বানপুকুর পাড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তারপর বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে তিনি জেলখানা মোড়ের দিকে যাওয়ার সময়ই গেরুয়া গেঞ্জি পরিহিত অবধেশ বাড়ির সামনে প্রকাশ্য রাস্তায় বিজেপি প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন৷ এরপর তিনি প্রার্থীকে সাদরে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান৷
সেই সঙ্গে প্রাক্তন বিচারপতির সঙ্গে ওই পুলিশ অফিসার প্রায় ৪৫ মিনিট কথা বলেন বলে অভিযোগ, যা নিয়ে রীতিমতো শোরগোল পডে় গিয়েছে জেলা রাজনীতির অন্দরে৷ যদিও এই বিতর্কের অবসান ঘটাতে আত্মপক্ষ সমর্থনে যুক্তি দিয়েছেন অবধেশ সিং৷ তাঁর দাবি, প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থীর শৌচালয় ব্যবহারের দরকার পড়েছিল৷ ফলে এলাকার বিজেপি কর্মীরাই তাঁর বাড়িতে এসে সমস্যার কথা জানিয়ে শৌচালয় ব্যবহারের অনুমতি চেয়েছিলেন৷ মানবিকতার খাতিরে তিনি বাড়ির শৌচালয় ব্যবহারের অনুমতি দিয়েছিলেন৷ সেই সঙ্গে বাড়িতে আসা আগন্ত্তককে ছোটরা প্রণাম করছিলেন দেখে তিনিও প্রণামটুকু করেছিলেন৷ ফলে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷

Advertisement

এই নিয়ে বিতর্ক থামছেই না৷ তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমন ঘটনা একেবারেই অবাঞ্ছনীয়৷ যেভাবে একজন পুলিশ অফিসার প্রকাশ্যে ভোট প্রচারে আসা বিজেপি প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, তা কোনওভাবেই সন্দেহের ঊর্ধ্বে নয়৷ বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি৷’

যদিও রাজ্যের শাসক দলের এই আক্রমণকে আমল দিতে নারাজ বিজেপি৷ পদ্ম শিবিরের তমলুক সাংগঠনিক জেলা সভানেত্রী তথা বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ‘ওই সময় আধিকারিক ডিউটিতে ছিলেন না৷ তাই ব্যক্তিগতভাবে গুরুজন হিসাবে তিনি সম্মান দেখিয়ে কাউকে প্রণাম করতেই পারেন৷ তাতে বিতর্ক বা অন্যায়ের কিছু দেখছি না৷’

Advertisement