বর্ধমানে ঈদের নামাজে প্রার্থী সহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সম্প্রীতির বার্তা

আমিনুর রহমান: বর্ধমান, ১১ এপ্রিল– বৃহস্পতিবার সারা ভারতবর্ষ জুডে় সাড়ম্বরে পালিত হয় খুশির ঈদ৷ প্রতিটি মসজিদ ও ঈদগাহতে চলে ঈদের নামাজ পাঠ৷ একমাস ধরে রমজান মাসে রোজা রাখার পর খুশির দিন সকলে একত্রিত হয়ে নামাজ পড়ে একে অপরের সাথে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় চলে৷ তবে পূর্ব বর্ধমান জেলা জুডে় এবার ভোটেরও প্রভাব পডে় ঈদের নামাজে৷ বেশিরভাগ জায়গায় জনপ্রতিনিধি ও ভোট প্রার্থীরা যোগ দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন৷
এদিন সকালে কালনার পূর্বস্থলী এলাকায় বিভিন্ন মসজিদে মুসলিম ধর্মের মানুষজন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন৷ নামাজ শেষে সকলের সঙ্গে আলিঙ্গন করে সম্প্রীতির বার্তা দেন৷ জামালপুর বত্রিশ বিঘা সহ সমস্ত মসজিদ ও ঈদগাহে মহান শক্তিশালী আল্লাহর উপসনা শেষে একে অপরের সাথে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন৷ ছোট ছোট বাচ্চাদেরও নামাজ শেষে নিজদের মধ্যে আলিঙ্গন করতে দেখা যায়৷ বত্রিশ বিঘা ঈদগাহে নামাজ পডে়ন ব্লক তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান৷ তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানান৷ অন্যদিকে শহর বর্ধমানের টাউনহল ময়দানে সবচেয়ে বড় ঈদের নামাজ পাঠ অনুষ্ঠানে অংশ নেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ৷ তিনিও সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন৷ ঈদের নামাজ শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য৷ শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার, শহর ওয়ার্ড যুব সভাপতি তন্ময় ভট্টাচার্য, জামালপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বর্ধমান পূর্ব আসনের তৃণমূল প্রার্থী ডা. শর্মিলা সরকার৷ এই সমস্ত নেতা নেত্রীরা বিভিন্ন অঞ্চলে গিয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন৷