জেলে ভেঙে পালাল ৫০০র বেশি বন্দি!

প্রতীকী ছবি (File Photo: thestatesman.com)

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরে ও জ্বলছে ঢাকা ও ঢাকার বাইরের আওয়ামি লীগের অফিস। ঢাকা-সহ বিভিন্ন জেলায় রাতভর চলেছে সংঘর্ষ, গুলি। আওয়ামি লীগের নেতা মন্ত্রী সাংসদদের বাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছে আগুন। সোমবার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ঘোষণা করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে স্থায়ী ভাবে মুক্তি দেওয়া হবে। সোমবার সারারাত শান্ত হল না পদ্মাপারের দেশ। শেরপুর জেলে হামলা চালিয়ে ৫০০-র বেশি বন্দিকে নিয়ে পালায় উন্মত্ত জনতা। এদের মধ্যে থাকতে পারে বাংলাদেশে নিষিদ্ধ জামাত-উল-মুজাহিদিন ও আনসারুল বাংলার জঙ্গিরাও। আশঙ্কা করা হচ্ছে, এদের মধ্যে জনা ২০ দাগী সন্ত্রাসবাদী। চট্টগ্রামে ৬টি থানায় দেদার লুঠপাট চালানো হয়েছে। কয়েকটি জায়গায় পুলিশের সদর দফতরে গেট ভাঙার চেষ্টা হয়। পাল্টা কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে পুলিশ।

প্রতিবেশী দেশে এ ঘটনায় চিন্তায় ভারতও । এ-দেশের সঙ্গে বাংলাদেশের প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত হয়েছে। এর মধ্য়ে বাংলায় সবথেকে বেশি এলাকাজুড়ে রয়েছে সীমান্ত। প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার। এছাড়া ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার। মেঘালয়ে ৪৪৩ কিলোমিটার। মিজোরামে ৩১৮ কিলোমিটার। এবং অসমে ২৬২ কিলোমিটারজুড়ে বাংলাদেশ সীমান্ত রয়েছে। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা মাথায় রেখে, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে। বিএসএফের ডিজি দলজিৎ সিংহ চৌধরি নিজে সুন্দরবন এলাকায় সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখেন।