• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নির্বাচনের ইতিহাসে নজির উদ্ধার ৪৬৫০ কোটির সামগ্রী

নিজস্ব প্রতিনিধি— স্বাধীন ভারতের ইতিহাসে নজির গড়ল নির্বাচন কমিশন৷ আগামী ১৯ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন৷ তার আগেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪৬৫০ কোটি টাকার হিসেব-বহির্ভূত সামগ্রী বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন৷ যার মধ্যে ৪৫ শতাংশই নেশা সামগ্রী বলে জানাচ্ছে নির্বাচন কমিশন৷ কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ মার্চ

নিজস্ব প্রতিনিধি— স্বাধীন ভারতের ইতিহাসে নজির গড়ল নির্বাচন কমিশন৷ আগামী ১৯ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন৷ তার আগেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪৬৫০ কোটি টাকার হিসেব-বহির্ভূত সামগ্রী বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন৷ যার মধ্যে ৪৫ শতাংশই নেশা সামগ্রী বলে জানাচ্ছে নির্বাচন কমিশন৷ কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ মার্চ থেকে চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত, প্রতিদিন গড়ে ১০০ কোটি টাকা উদ্ধার করেছে কমিশন৷ যা দেশের ৭৫ বছরের গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম৷ গত লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ সালে বাজেয়াপ্ত করা হয়েছিল ৩৪৭৫ কোটি টাকার সামগ্রী৷ তবে চলতি বছর প্রথম দফার ভোটগ্রহণ শুরুর আগেই সেই হিসেব ছাপিয়ে গেল৷ কমিশন সূত্রে খবর, গত ১ মার্চ থেকে দেশ জুড়ে চলা তল্লাশি অভিযানে আয়কর দফতর, ইডির মতো কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি ছিল বিভিন্ন রাজ্যের পুলিশও৷ কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, টাকা, মাদক, মূল্যবান ধাতুসহ একাধিক সামগ্রী উদ্ধারের নিরিখে দেশের মধ্যে এগিয়ে রয়েছে দুই রাজ্য রাজস্থান এবং গুজরাত৷ বিজেপি শাসিত এই দুই রাজ্য থেকে বাজেয়াপ্ত মোট হিসেব-বহির্ভূত সামগ্রীর পরিমাণ যথাক্রমে ৭৭৮ কোটি এবং ৬০৫ কোটি টাকার৷ তালিকায় রয়েছে তামিলনাড়ু (৪৬০ কোটি), মহারাষ্ট্র (৪৩১ কোটি), পাঞ্জাব (৩১১ কোটি), কর্ণাটক (২৮১ কোটি), দিল্লি (২৩৬ কোটি)৷ পিছিয়ে নেই এরাজ্যও৷ কমিশনের হিসেবে নির্বাচনমুখী বাংলা থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২০ কোটি টাকার হিসেব-বহির্ভূত সামগ্রী৷