• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ভুয়ো তথ্য প্রচারের জের, ২৮০ জনকে দেওয়া হল আইনি নোটিশ

লালবাজারের তরফে নোটিশ গেল রাজ্যের বাইরেও

আরজিকর কাণ্ডে ভুয়ো তথ্য রুখতে আরও কড়া কলকাতা পুলিশ। এবার ভুয়ো তথ্য এবং ধর্ষিতার পরিচয় প্রকাশ করার অভিযোগে ২৮০ জনকে পাঠানো হল আইনি নোটিশ। লালবাজারের তরফে নোটিশ গেল রাজ্যের বাইরেও। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বেশকিছু বাসিন্দাদেরও।

পুলিশ সূত্রে খবর, বেশিরভাগ ক্ষেত্রেই সমাজমাধ্যম জুড়ে ছড়ানো হয়েছে মিথ্যে তথ্য। চালানো হয়েছে অপপ্রচার। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে ধর্ষণে মৃত চিকিৎসকের ছবি ও ব্যক্তিগত পরিচয়।

প্রসঙ্গত, কলকাতা পুলিশের পক্ষ থেকে একাধিকবার গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। সাংবাদিক সম্মেলন করে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছিলেন কমিশনার বিনীত গোয়েল। কিন্তু তার পরেও থামেনি সমাজমাধ্যমে ভুয়ো তথ্যের প্রচার। অন্যদিকে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অনেকক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল ভুয়ো আইডি। তারই তদন্তে নেমে এবার এ রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও নোটিশ পাঠালো কলকাতা পুলিশের সাইবার শাখা।