• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সংস্কার করা হবে জেলার ১২ টি বেহাল রাস্তা

বরাদ্দ করা হয়েছে প্রায় চার কোটি টাকা

পুজোর সময় গ্রামীণ এলাকার মানুষদের চলাচলে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য জেলার ৯ টি ব্লকে ১২ টি বেহাল রাস্তা সংস্কারের জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এজন্য দরপত্র ডাকাও হয়ে গিয়েছে। ২০২৪-২৫ পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ ৩ কোটি ৬৩ লক্ষ ৮৭ হাজার ৪২৭ টাকায় জেলার ৯ টি ব্লক এলাকার যে ১২ টি রাস্তা সংস্কার করা হবে তার দৈর্ঘ্য ১৩.৩৪ কিলোমিটার।

জেলা প্রশাসন সূত্রে গ্রামীণ এলাকার যে সব রাস্তাগুলি সংস্কার হবে বলে জানা গিয়েছে তারমধ্যে রয়েছে, সাঁইথিয়া ব্লকের হাতোড়া গ্রাম পঞ্চায়েতের অভিরামপুর থেকে বাকরাকান্দা রাস্তা, নানুর ব্লকের কীর্ণাহার-২ গ্রাম পঞ্চায়েত এলাকার ভদ্রকালী তলা থেকে সরডাঙা রাস্তা, সিউড়ি-১ ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তা, সিউড়ি-২ ব্লকের পুরন্দরপুর-সাঁইথিয়া রাজ্য সড়ক থেকে পাথানপাড়া মেন রোড, খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া থেকে গ্রামে যাওয়ার রাস্তা, রাজনগর ব্লকের বেলেরা গ্রাম থেকে গণেশপুর এবং ভাদুপাড়া থেকে তারাশোল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দু’টি রাস্তা রয়েছে। এই রাস্তাগুলি সংস্কারের কাজ শেষ হওয়ার পরে, জেলার গ্রামীণ এলাকার আরও বেশকিছু বেহাল রাস্তা সংস্কার করা হবে বলে জানা গিয়েছে।