আগামী সপ্তাহে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে

নিজস্ব প্রতিনিধি– আগামী ১০ এপ্রিলের মধ্যে রাজ্যে আরও ১০০ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে৷ প্রথম দফার ভোটের জন্যই আসছে এই বাহিনী৷ শনিবার এই তথ্য জানালেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব৷ সূত্রে প্রকাশ, পয়লা বৈশাখের আগে বা পরে আরও ১৫০ কোম্পানি বাহিনী আসতে পারে বঙ্গে৷ তবে এ বিষয়ে আফতাবের কাছে নিশ্চিত কোনও খবর নেই৷ ১৯ এপ্রিল প্রথম পর্বে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুডি়তে ভোটগ্রহণ৷ রয়েছে মোট ৫ হাজার ৪০০ বুথ৷ তিন জেলায় যথাক্রমে ১৭, ৯ ও ১১ কোম্পানি বাহিনী রয়েছে৷ রাজ্যজুডে় রয়েছে ১৭৭ কোম্পানি বাহিনী৷ ফলে আদৌ সব বুথে বাহিনী মোতায়েন করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছিল৷ এমতবস্থায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানালেন, বুধবারের মধ্যে আরও ১০০ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে৷ যাদের প্রথম দফার ভোটে ব্যবহার করা হবে৷ শোনা যাচ্ছে, আরও ১৫০ কোম্পানি বাহিনী পয়লা বৈশাখের আগে-পরে রাজ্যে আসতে পারে৷ যদিও আরিজের দাবি, “এবিষয়ে দিল্লি থেকে আমি কোনও কনফার্মেশন পাইনি৷” ইতিমধ্যে রাজ্যে ১৭৭ বাহিনী রয়েছে৷ বুধবার আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে৷ এর পর আরও দেড়শো কোম্পানি বাহিনী এলে মোট ৪২৭ কোম্পানি বাহিনী হবে রাজ্যে৷ এদিকে প্রথম দফা ভোটে প্রত্যেক বুথে আধাসেনা জওয়ান মোতায়েন করতে ৩৩৬ থেকে ৩৭৮ কোম্পানি বাহিনী প্রয়োজন হবে৷