১ কোটি শহুরে গরিব-মধ্যবিত্ত পরিবার পাবে আবাস যোজনার ঘর

প্রতীকী চিত্র

দেশে প্রায় ৩২ লাখ বাড়ি তৈরিতে ব্যর্থ মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের গরিব মানুষের স্বার্থে বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় খবর শোনালেন তিনি৷ বাজেটে আরও ৩ কোটি বাড়ি তৈরির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী৷ কিন্ত্ত গ্রামীণ আবাস প্রকল্পের ক্ষেত্রে দেশজুড়ে মুখ থুবড়ে পড়েছে কেন্দ্র৷ কেন্দ্রের রিপোর্টেই সামনে এসেছে এই তথ্য৷ ৷ প্রকাশ্যে এসছে গ্রামীণ আবাস প্রকল্পের কঙ্কালসার চেহারা৷

রিপোর্ট অনুযায়ী, সারা দেশে অনুমোদিত ৩১ লাখ ১৭ হাজার ৯৯৪ টি বাড়ি তৈরিই হয়নি৷ বিরোধীদের অভিযোগ, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে প্রত্যেকের মাথায় পাকা ছাদের প্রতিশ্রুতি দিয়ে দেশজুড়ে ভোট চেয়েছিলেন মোদি৷ কিন্ত্ত কেন্দ্রের রিপোর্টেই আবাস প্রকল্পের কঙ্কালসার চেহারাটা বেরিয়ে এসেছে৷


এদিনের বাজেটে শহরের গরিব ও মধ্যবিত্তের জন্য এই প্রকল্পের অধীনে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল৷ শহর ও গ্রাম উভয় এলাকার মানুষই আবাস যোজনা প্রকল্প থেকে উপকৃত হবে বলে জানানো হয়েছে৷ তবে আবাস যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গের বকেয়া অর্থ ফেরতের কোনও উচ্চবাচ্চ নেই কেন্দ্রের ৷ এরই মধ্যে আরও ৩ কোটি বাড়ি তৈরির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷

মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করার সময় সীতারমন বলেছেন, শহরবাসীও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না৷ আগামী ৫ বছরের মধ্যে শহর ও গ্রাম মিলিয়ে আরও ৩ কোটি বাড়ি তৈরি করা হবে৷ এর ফলে দীর্ঘায়িত হবে এই যোজনা৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পের অধীনে সরকার সিদ্ধান্ত নিয়েছে ১ কোটি শহুরে গরিব-মধ্যবিত্ত পরিবারকে আগামী ৫ বছরের মধ্যেই ঘর দেওয়া হবে৷ এর জন্য মোট ১০ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এর মধ্যে আগামী ৫ বছরে ২.২ লক্ষ কোটি টাকা দিয়ে সহায়তা করবে কেন্দ্র৷

কারও পাকা বাড়ি না থাকলে ও দারিদ্র্যসীমার নিচে থাকলে তিনি এই প্রকল্পের অধীনে সুবিধা পাবেন৷ অপরদিকে কেউ যদি নিয়মিত কর প্রদান করেন, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না৷

২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করেছিল ভারত সরকার৷ গ্রামীণ এলাকার একটি বাডি় তৈরির জন্য ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র৷ বাকি ৪০ শতাংশ টাকা প্রদান করে রাজ্য সরকার৷ পাশাপাশি প্রকল্প রূপায়ণের দায়িত্বও থাকে রাজ্য সরকারের উপর৷ কেন্দ্র প্রকল্পের কাজের তদারকি করে৷ ফলে নির্দিষ্ট সময়ে বাড়ির কাজ শেষ করার দায় কেন্দ্র এড়িয়ে যেতে পারে না- একথা জানিয়েছেন রাজ্যের এক পদস্থ কর্তা৷ প্রসঙ্গত, আবাস সফট প্রকল্পের অধীনে অনুমোদিত ১৪,৮১১টি বাডি়র কাজ বাংলায় বাকি রয়েছে৷ আবাস সফটের ক্ষেত্রে ১১ লক্ষের অনুমোদন দিলেও এখনও একটিও বাডি় তৈরির টাকা কেন্দ্র দেয়নি৷