• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

দিলীপ বিতর্কে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল, আচরণবিধি লঙ্ঘন

নিজস্ব প্রতিনিধি— ফের লোকসভা নির্বাচনের আগে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করা এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলে মঙ্গলবারই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছিল তৃণমূল নেতৃত্ব৷ বুধবার সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হলেন তৃণমূলের ১০ জন সদস্যের এক প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি— ফের লোকসভা নির্বাচনের আগে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করা এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলে মঙ্গলবারই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছিল তৃণমূল নেতৃত্ব৷ বুধবার সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হলেন তৃণমূলের ১০ জন সদস্যের এক প্রতিনিধি দল৷ মূলত দিলীপের বিরুদ্ধে বড়সড় নালিশ করতেই তাঁরা দ্বারস্থ হলেন কমিশনের৷

তাঁদের দাবি, দিলীপ ঘোষ বারংবার মহিলাদের অপমান করছেন৷ এবার সকল সীমা অতিক্রম করে তিনি মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাও দেশে মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন৷ দিলীপের এহেন মন্তব্য কেবল মুখ্যমন্ত্রীর কাছে নয় বরং গোটা নারী সমাজের কাছেই লজ্জাজনক৷ এদিন নির্বাচন কমিশনের দফতরে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কুণাল ঘোষ, নাদিমুল হক, মালা রায় প্রমুখ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা বলেন, “উনি যে ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দোপাধ্যায়কে, তা ক্ষমার অযোগ্য৷ এটা চিঠিতেও বলেছি, আজও জানিয়েছি কমিশনকে৷ উনি একজন সিরিয়াল অফেন্ডার৷ বারবার এইভাবে আক্রমণ করছেন মহিলাদের৷ পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন!” ব্রাত্য বসু বলেন, দিলীপ ঘোষ যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদেই অভিযোগ করেছেন৷ নির্বাচন কমিশনের তরফে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে৷

মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে যে ভুল দিলীপ ঘোষ করেছেন তার মাসুলও তাকেই গুনতে হয়েছে৷ দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তীব্র অস্বস্তিতে ভুগছে বিজেপি দল৷ ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শো-কজ করেছেন দিলীপ ঘোষকে৷ তাঁর মন্তব্য ‘অশোভনীয়’ এবং ‘অসংসদীয়’, এমনটাই উল্লেখিত হয়েছে সেই চিঠিতে৷ পাশাপাশি এই ধরনের মন্তব্যের সমর্থন যে বিজেপি করে না, তার স্পষ্ট উল্লেখ করা হয়েছে শো-কজ চিঠিতে৷ কেন এই ধরনের মন্তব্য করলেন তিনি, সেই জবাবও তলব করা হয়েছে৷ এবার তারই সাফাই গাইতে শোনা গেলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে৷ ক্ষমাপ্রার্থী হিসেবে এই বিতর্ক প্রসঙ্গে দিলীপ বলেন, “আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নেই৷ তাঁকে নিয়ে মনে কোনও ক্লেশ নেই৷ তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য বারবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি৷ আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, পার্টিও বলেছে, অন্যরাও বলেছে৷ বলেছে অসংসদীয়৷ যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত৷”

ক্ষমা চাইলেও পাল্টা ফোঁস করেছেন দিলীপ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই দলের এক নেতা আমার দলের এক বিধায়কের বাবাকে নিয়ে কথা বলেছেন৷ তখন কেন সেই দলের তরফে শো কজ করা হল না৷’
এক্ষেত্রে উল্লেখ্য, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার প্রাতর্ভ্রমণে বের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, ‘বিহার, ইউপি থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে৷ ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে৷ ’ এরপরই তিনি মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন৷ আর তাঁর মন্তব্যকে ঘিরেই শুরু হয় বিতর্ক, ক্ষিপ্ত হয় রাজনৈতিক মহল৷ দিলীপ বিতর্কের জট কবে কাটবে এবং এর ভবিষ্যৎ আসলে কি তা স্পষ্ট নয়৷ নির্বাচন কমিশন কবে উপযুক্ত পদক্ষেপ নেবে সেই দিকেই তাকিয়ে বাংলা৷