কোচবিহারে নারীশক্তির উত্থানে জোর প্রধানমন্ত্রীর

সুভাষ মন্ডল: কোচবিহার, ৪ এপ্রিল– যে কোচবিহারের মাটিতে তৎকালীন কোচবিহার রাজ্যের রূপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ নারী শিক্ষার প্রচলন ঘটিয়েছিলেন সেখানেই দাঁডি়য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নারীশক্তি উত্থানের উপর জোর দেওয়ার কথা বললেন৷ বৃহস্পতিবার কোচবিহার শহরের রাসমেলার ময়দানে বিজেপি দলের প্রার্থী বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী শক্তি বৃদ্ধির কথা বললেন৷ দেশের তিন কোটি বোনকে লাখপতি দিদি বানানোর মোদি গ্যারান্টি ছাড়াও তিনি আত্মনির্ভর ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে তিন লক্ষ মহিলাকে ড্রোন পাইলট বানানোর কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, নারী শক্তিকরণ করাই বিজেপি দলের প্রাথমিক কাজ৷ প্রসঙ্গক্রমে তিনি বাংলায় মা ও বোনদের ওপর অত্যাচারের কথা তুলে ধরে সন্দেশখালির ঘটনা উল্লেখ করেন৷ এই ঘটনার সাথে যুক্ত দোষীদের সাজা পেতেই হবে এবং তাদের জীবন জেলেই কাটবে বলে তিনি সভায় উপস্থিত সকলের কাছে তা জোর গলায় ব্যক্ত করেন৷ প্রধানমন্ত্রীর এই হাই ভোল্টেজ সভায় অন্যান্য বিশিষ্ট নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি দলের প্রার্থী নিশীথ প্রামানিক, রাজ্যসভার সাংসদ নগেন রায়, দলের আলিপুরদুয়ার আসনের প্রার্থী মনোজ টিগগা, জন বারলা প্রমুখ৷

এদিন বেলা ৩টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহার রাসমেলার ময়দানে জনসভার মঞ্চে ভাষণ দিতে উঠেন৷ তাঁর ৩০ মিনিটের বক্তব্যের অধিকাংশই ব্যয় হয় দেশের উন্নয়ন নিয়ে৷ তিনি বলেন, দেশের ১৪০ কোটি মানুষের স্বপ্ন পূরণ করাই তার লক্ষ্য৷ মজবুত ও কাজের সরকার গড়ার লক্ষ্য নিয়ে এবারও বিজেপি নির্বাচনী আসরে অবতীর্ণ হয়েছে৷ বিগত ১০ বছরে কেন্দ্রের বিজেপি সরকার গরীবের অধিকার ফিরিয়ে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ এছাড়া ভাষণ প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ৩৭০ ধারা বিলোপ করায় দীর্ঘ অভিশাপ থেকে মুক্ত হয়েছে কাশ্মীরের জনগণ৷ এছাড়া দীর্ঘ ৫০০ বছর অপেক্ষার পর উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা সম্ভব হয়েছে৷ তার কথাতেই উঠে আসে বাংলায় রেশন, শিক্ষা, চাকরি ও অন্যান্য দুর্নীতির কথা৷ এখানে মন্ত্রীর ঘরে নোটের পাহাডে়র কথাও তিনি উল্লেখ করেন৷ রাজ্যের তৃণমূল কংগ্রেস দল এবং সেই দলের পরিচালিত সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস দল খুন, তোলাবাজি, ভ্রষ্টাচার আর দুর্নীতির রাজনীতি করে৷ আগামী ৫ বছরে বাংলায় দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তাও দেন নরেন্দ্র মোদি৷

ভিডে় ঠাসা এদিনের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অনন্ত সম্ভাবনার মাটি এই কোচবিহার৷ পাঁচ বছর আগেও তিনি এসেছিলেন এই মাটিতে৷ কোচবিহার ও আশপাশের মানুষের সমর্থন দেখে তিনি অভিভূত বলে উল্লেখ করেন৷ তার কথায় যেখানে অন্যদের আশা শেষ হয়, সেখানে মোদির গ্যারান্টি শুরু হয়৷ মানুষের স্বপ্নই মোদির সংকল্প বলে তিনি উল্লেখ করেন৷ নরেন্দ্র মোদী বলেন, এবারের নির্বাচন দেশের সরকার গঠনের নির্বাচন৷ দেশের অগ্রগতির সাথে সাথে এই নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকেও এগিয়ে নিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন৷ বিগত ১০ বছরে দেশে যা উন্নয়ন হয়েছে তা একটি ট্রেইলার মাত্র৷ দেশকে এগিয়ে নিয়ে যেতে এখনো বহু কিছু উন্নয়ন করার বাকি আছে বলে তার ভাষণে উঠে আসে৷ প্রসঙ্গক্রমে তিনি পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে উপস্থিত জনগণের সামনে তুলে ধরেন৷ বাংলার সরকার এই প্রকল্প এ রাজ্যে চালু করতে দেয়নি বলে তিনি অভিযোগ আনেন৷


অথচ এই সুবিধা পেলে এ রাজ্যের মানুষ ভিন রাজ্যে গিয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করার সুযোগ পেতেন৷ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই গরিব পরিবার গুলিকে শৌচালয়, স্বল্পমূল্যে উজালা গ্যাস, পানীয় জল, বিদু্যৎ ও কৃষকের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছে দিয়েছে৷ কেন্দ্রীয় সরকার বিগত ১০ বছরে যে দেশের যে সার্বিক উন্নয়ন করেছে তার তালিকা দীর্ঘ৷ তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, এখানেই শেষ নয় উন্নয়নের৷ আরো বহু কিছু বাকি আছে৷ আগামী পাঁচ বছরের জন্য মজবুত ও কাজের সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি প্রার্থীদের জয়ী করে চারশোর বেশি আসন পেতে সহযোগিতা করার আবেদন জানান সকল ভোটারদের৷ পরিশেষে তিনি বলেন, অনেকেই বলেন মোদির পরিবার নেই৷ তার কথায়, মেরা ভারত, মেরা পরিবার৷

এদিন সভা শুরুর বহু আগে থেকেই প্রচন্ড গরম উপেক্ষা করে জেলা ও আশপাশ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ সভাস্থলে এসে জমায়েত হন৷ এই সভায় মহিলাদের সংখ্যাও ছিল যথেষ্ট উল্লেখযোগ্য৷