আজ উত্তর কলকাতায় প্রধানমন্ত্রীর রোড শো

নিজস্ব প্রতিনিধি— আজ অর্থাৎ মঙ্গলবার নির্বাচনী প্রচারে কলকাতায় এসে রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে এদিন প্রচার করবেন তিনি৷ রোড শো শুরুর আগে বাগবাজারে সারদা মায়ের বাডি়তে যাবেন প্রধানমন্ত্রী৷ আজ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন মোদী। সেজন্য সেখানে তৈরি হয়েছে বিশেষ মঞ্চ। এরপর সেখান থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাডি় পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রী৷ প্রথমে সন্ধ্যায় এই রোড শো হতে চলেছে৷ ঠিক তার আগে বিকেল পাঁচটা নাগাদ সারদা মায়ের বাডি়তে যাওয়ার কথা তাঁর৷ প্রায় চল্লিশ মিনিট সেখানে তিনি থাকবেন৷ কয়েকজন মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের শেষ দফার আগে আজ ২৮ মে দুপুরে উত্তর ২৪ পরগনার অশোকনগরে ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সভা করার কথা রয়েছে মোদির৷ সেখান থেকেই তিনি আসবেন সারদা মায়ের বাডি়তে৷ তারপর অংশ নেবেন রোড শো-য়ে৷ উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করার পর মঙ্গলবার রাতে কলকাতায় রাজভবনে রাত্রিবাস করার কথা প্রধানমন্ত্রীর৷ পরদিন অর্থাৎ বুধবার ২৯ মে, দক্ষিণ ২৪ পরগনায় মথুরাপুরে আরেকটি নির্বাচনী জনসভা করতে পারেন মোদি৷

এদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, ‘‘ঐতিহাসিক চেহারা নেবে এই রোড শো৷ মোদি ঝডে় এমন কম্পেন তৈরি হবে কলকাতা-সহ পার্শ্ববর্তী দুই ২৪ পরগনাতেও মোট যে নটি আসনে শেষ দফার ভোট রয়েছে, সেখানে ভাল ফল করবে বিজেপি৷ রোড শোয়ে ২ লক্ষাধিক মানুষের জমায়েত হবে৷’’ জানা গিয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোডে় নেতাজির মূর্তির সামনে থেকে শুরু হবে রোড শো৷ নেতাজিকে সেখানে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী৷ বিধান সরণি হয়ে শোভাযাত্রা যাবে৷ স্বামী বিবেকানন্দর বাডি়তে গিয়ে সেখানে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করবেন প্রধানমন্ত্রী৷ দুই কলকাতা, দমদম, যাদবপুর থেকে বিজেপি কর্মীরা জমায়েত হবেন উত্তর কলকাতায় মোদির রোড শোয়ে৷ প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়৷ মোদি কোনও বিশেষ রথে নিরাপত্তার বেষ্টনীতে একাই থাকবেন৷ নেতৃত্ব থাকবে পাশে কোনও উঁচু গাডি়তে৷ প্রধানমন্ত্রীর রোড শো-কে বর্ণাঢ্য রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে৷ ঢাক, আদিবাসী নৃত্য থাকছে৷ এছাড়া বাংলার বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হবে বিশাল এই শোভাযাত্রায়৷ দু’কিলোমিটারের কিছু বেশি রাস্তা ধরে এই শোভাযাত্রা যাবে৷ নির্বাচনকে সামনে রেখে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো এই প্রথম৷ সেক্ষেত্রে কড়া নিরাপত্তায় মুডে় ফেলা হবে নির্ধারিত রুট ও সংলগ্ন এলাকা৷