• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বর্ধমানের মতুয়া ভোট কি নির্ণয় করবে দুই লোকসভার ফলাফল রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে

আমিনুর রহমান, বর্ধমান, ২৯ মার্চ— লোকসভা ভোটের মধ্যেই সিএএ নিয়ে ঘোষণা হয়েছে৷ আর সিএএ লাগু করার পর মতুয়া সম্প্রদায়ের লোকজন কোন দলকে সাপোর্ট করবে তা নিয়ে জোরদার আলোচনা এখন বর্ধমানে৷ সিএএ নিয়ে একদিকে যেমন বিজেপি ফায়দা তুলতে পারবে বলে দাবি করছে, একই সঙ্গে তৃণমূল কংগ্রেস এর দাবি সিএএ বিজেপির ভরা ডুবির কারণ হবে৷ পূর্ব বর্ধমান

আমিনুর রহমান, বর্ধমান, ২৯ মার্চ— লোকসভা ভোটের মধ্যেই সিএএ নিয়ে ঘোষণা হয়েছে৷ আর সিএএ লাগু করার পর মতুয়া সম্প্রদায়ের লোকজন কোন দলকে সাপোর্ট করবে তা নিয়ে জোরদার আলোচনা এখন বর্ধমানে৷ সিএএ নিয়ে একদিকে যেমন বিজেপি ফায়দা তুলতে পারবে বলে দাবি করছে, একই সঙ্গে তৃণমূল কংগ্রেস এর দাবি সিএএ বিজেপির ভরা ডুবির কারণ হবে৷ পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা আসনে যে সংখ্যায় মতুয়া ভোটার আছেন তাতে ফ্যাক্টার হয়ে উঠতে পারেন তারা৷ আর তার জন্য একদিকে যেমন বিজেপি অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেস দু পক্ষই প্রচার চালানোর সময় সিএএ কে বেশি গুরুত্ব দিচ্ছে৷

বর্ধমান-পূর্ব এবং বর্ধমান-দুর্গাপুর দুটি লোকসভা আসনের বিধানসভা ভিত্তিক ভোটারদের মধ্যে অধিকাংশই মতুয়া আছেন৷ তাই তাদের ভোট নিজেদের ঝুলিতে আনতে দু পক্ষই মরিয়া৷ বিভিন্ন সূত্রে জানা গেছে পূর্ব বর্ধমান জেলাতে বেশ কয়েকটি ব্লকে যে সব মতুয়া পরিবার আছে তাদের মধ্যে প্রায় সাডে় তিন লাখেরও বেশি মতুয়া ভোটার৷ যা দুই কেন্দ্রের নির্নায়ক হতে পারে বলে দাবি রাজনৈতিক মহলের৷ জেলা জুডে় এখন একই চর্চা চলার পাশাপাশি নেতা নেত্রীরাও তাদের প্রার্থীর হয়ে সিএএ লাগু নিয়ে পক্ষে বিপক্ষে ভোট চাইছেন৷ বিশেষ সূত্রে জানা গেছে জেলার দুই কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি মতুয়া ভোটের প্রভাব ফেলবে বর্ধমান পূর্ব আসনে৷ পূর্ব আসনের মধ্যে জামালপুর, মেমারি, কাটোয়া, পূর্বস্থলীর দুটি ব্লক, কালনাতে বহু সংখ্যক মানুষ মানুষজন মতুয়া সম্প্রদায়ের৷ বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকা, গলসি সহ কয়েকটি এলাকার মতুয়া ভোট প্রভাব ফেলবে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে৷ সব নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করে প্রচারে গুরুত্ব দিতে চাইছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস৷ বাদ রাখছেন না সিপিএম তথা বামেরা৷ তবে বাম এবং তৃণমূল দু দলই সিএএ নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে৷

তথ্য পরিসংখ্যান দিয়ে মতুয়াদের দাবি এর আগের লোকসভা ভোটে তাদের বেশির সমর্থন ছিল বিজেপির দিকে৷ কিন্ত্ত এবার কাদের পক্ষে তাদের সমর্থন৷ এ প্রশ্নের উত্তর এবার মেলেনি৷ ভোটের দিনক্ষন ঘোষনার আগে জামালপুরে মতুয়া মহাসংঘের এক সম্মেলন হয়৷ আর ওই সম্মেলনে তৃণমূল কংগ্রেস এর বিধায়ক অলোক কুমার মাঝি সহ অন্যান্য নেতা নেত্রীরা হাজির ছিলেন৷ সমর্থন করেন জামালপুর ব্লক তৃণমূল ব্লক সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি ভূতনাথ মালিকরা৷ সবচেয়ে বড় কথা ওই সভায় হাজির হন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর৷ ফলে এ নিয়ে তৃণমূলের কতটা লাভ হবে তা নিয়ে জল্পনা৷ মেহমুদ খানের দাবি রাজ্যের তরফে যে ভাবে উন্নয়ন হয়েছে তার নিরিখে মতুয়াদের সাপোর্ট ষোলআনা মিলবে৷ বর্ধমান পূর্ব আসনের পূর্বস্থলী, কালনাতে সবচেয়ে বেশি মতুয়াদের বসবাস, সেই এলাকার প্রচারে প্রধান দায়িত্বে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ৷ তিনি প্রচারে বের হয়ে তো বটেই, একের পর এক কর্মী সভায় সিএএ নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগছেন৷ পালটা সুর চডি়য়েছেন বিজেপির রাজ্য নেতা ও বর্ধমান দুর্গাপুর এর প্রার্থী দিলীপ ঘোষ৷ তার দাবি এই আইন নাগরিকত্ব কে সিলমোহর দেবে৷ বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের মতে সিএএ তাদের সমর্থন কে আরও জোরদার করে ছাড়বে৷ জানা গেছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে প্রায় ১৪ শতাংশ ভোট মতুয়াদের৷ আর অন্য আসন বর্ধমান-পূর্বে প্রায় ২৮ শতাংশ মতুয়া ভোটার৷ আর ওই ভোটারদের নিয়েই অংক কষা শুরু যুযুধান দুপক্ষের৷