• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিশিষ্ট কবি ও সম্পাদক গৌতম ঘোষদস্তিদার প্রয়াত

নিজস্ব প্রতিনিধি— সত্তর দশকের বিশিষ্ট কবি ও ‘রক্তমাংস’ পত্রিকার সম্পাদক গৌতম ঘোষদস্তিদার ৪ এপ্রিল, বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন৷ তিনি কিডনির অসুখে আক্রান্ত হয়েছিলেন৷ তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর৷ তাঁর স্ত্রী ঊর্মিলা দাশগুপ্ত বর্তমান৷ সত্তর দশকের শেষার্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় তাঁর লেখালেখির শুরু৷ সেসময় তিনি একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করতেন৷

নিজস্ব প্রতিনিধি— সত্তর দশকের বিশিষ্ট কবি ও ‘রক্তমাংস’ পত্রিকার সম্পাদক গৌতম ঘোষদস্তিদার ৪ এপ্রিল, বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন৷ তিনি কিডনির অসুখে আক্রান্ত হয়েছিলেন৷ তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর৷ তাঁর স্ত্রী ঊর্মিলা দাশগুপ্ত বর্তমান৷

সত্তর দশকের শেষার্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় তাঁর লেখালেখির শুরু৷ সেসময় তিনি একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করতেন৷ তবে ১৯৮৯ থেকে একটানা ‘রক্তমাংস’ নামে পত্রিকাটি সম্পাদনা করে গেছেন৷ পাশাপাশি ‘রক্তমাংস’ প্রকাশন সংস্থা তৈরি করেছিলেন, যেখান থেকে বহু তরুণ কবির বই প্রকাশিত হয়েছে৷ ‘রক্তমাংস’ পত্রিকাটির এক-একটি সংখ্যা পাঠক মহলে বিপুলভাবে সমাদৃত হয়েছে৷ তাঁর গ্রন্থের মধ্যে ‘শূন্যের আড়াল’, ধূসর দিগন্তরেখা’, ‘মেঠোইঁদুরের চোখ’, ‘বিষ্ণুপ্রিয়ামঙ্গল’, ‘চর্যাপদাবলি’ প্রভৃতি উল্লেখযোগ্য৷

কবিতা ছাড়াও প্রকাশিত হয়েছে তাঁর একাধিক উপন্যাস৷ ‘সংবাদ প্রতিদিন’ সংবাদপত্রে দীর্ঘদিন তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন৷ কবি লেখক এবং মননশীল সম্পাদক হিসেবে সাহিত্য মহলে তিনি তাঁর পরিচিতি অর্জন করেছিলেন৷ তাঁর মৃতু্যতে কবি-লেখক ও লিটল ম্যাগাজিন জগতের বহু মানুষ শোক প্রকাশ করেছেন৷ তিনি থাকতেন উত্তর শহরতলির খড়দহ-রহড়ায়৷