নিষিদ্ধ গোলাপ
অশেষ বন্দ্যোপাধ্যায়
গোলাপ চুম্বনে গরল গড়ায় নিঃশব্দে
তীব্র আকর্ষণ এড়ানো কঠিন
তাই জেনে শুনে বিষ ধারণ করেছি ওষ্ঠে।
কাঁটায় ক্ষত বিক্ষত রক্তাক্ত কলজে ফুঁড়ে
স্রোত নামে সন্তর্পণে। ভেসে যায় যাবতীয় বৈভব।
শরীরী বিভঙ্গে আদিমতার টান নিঃস্ব করে
ছুঁড়ে ফেলেছে সীমানার ওপারে। নিরন্ন অসুখ এখন।
ভালোবাসাহীন নির্মম ব্যথার নির্যাস
চুঁয়ে চুঁয়ে পড়ে হৃদয় গভীরে
তোলপাড় জীবন দলিল মলিন স্মৃতি গাথা।
বাগানে নিষিদ্ধ গোলাপ একা একা স্থির দাঁড়িয়ে।।
প্রতীক্ষা ও অশ্রুকথন
রূপায়ণ ঘোষ
মেঘ ঘন হয়ে এলে
পৃথিবীতে সমস্ত ময়ূর বড় বেশি চঞ্চল হয়ে ওঠে
অথচ সব মেঘ আনন্দগামী নয়,
কিছু কিছু মেঘ আনে বিষণ্ণ বিকাল।
স্পর্শ তপ্ত হয়ে এলে
কথারা বড় বেশি ঘন হয়ে আসে
বুদ্ধের মূর্তির নীচে স্তব্ধ কোকিল
কেবলই প্রতীক্ষা টেনে আনে সূর্যের…
চোখ থেকে চোখে কান্না গড়িয়ে যায়
মৃদু কম্পিত আলিঙ্গন—
কিছু কিছু কেঁপে ওঠা এত বেশি তীব্র অথচ নীরব
বিপন্ন অন্ধকারেও তাদের চিহ্ন থেকে যায়…
পৃথিবীতে সমস্ত পথ আশ্রয়গামী নয়
তবু কিছু কিছু পথেদের থেকে যাওয়া প্রয়োজন
দু-হাতে এত বেশি অশ্রু মেখেছি আমরা
তবু জানি প্রতিটি অশ্রু মগ্নতাগামী নয়।
তোমার গল্পটা
এখনও বাকি
তন্ময় কবিরাজ
১
তোমার গল্প শুনিনি অনেকদিন
কার্নিশে তোমার শাড়ি এখনো
নতুনের গন্ধে লুকোচুরি খেলে সারাদিন
তোমার গল্প লিখবো ভেবে
তোমাকে ভালবেসেই কাল হলো আমার—
এতো বাড়ি!
কোনটা তোমার বাড়ি?
কোনোদিন এই প্রশ্নটাই জানতে চাইনি
গলিতে গলিতে মুখ দেখাদেখি
কথা নেই, নির্জনতায় সম্পর্ক জটিল।
২
নীরব মিছিলে কারা এসেছিল আজ?
চেনা নেই অচেনার আড়ালে বলে গেলো তারা
আমি-তুমি বাড়ি পাশাপাশি
মাঝখানে রাজপথ
লোক হেঁটে গেছে আমাদের অজান্তে
দাবি ছিল খুঁজে নাও
দেবো না কিছুই যদি না চাও নিজে
ভরা জোয়ারে ভেসে গেল নালা
গঙ্গা মরেছে দূষণে
শুশুক কেঁদেছে,বাড়ি চলে গেছে মাঝি
শুধু কোলাঘাটের ইলিশেই সুখ
মিছিল বেড়েছে,বন্ধ দোকান
ঘুমন্ত বিবেকে জ্যোৎস্নার আলো
চাঁদ চুরি করে অর্কিড জেগে থাকে সারা রাত
তুমি ভালো আছো,
প্রতিবাদের তোমার কি দরকার?
প্রতিক্ষণ
সুনীল শর্মাচার্য
আশার কথা শুনতে শুনতে ঘুম পাই;
এই ঘুম মৃত্যুর অপেক্ষা!
কতো দীর্ঘ সময় কেটে গেল
প্রতিশ্রুতি আর আশ্বাসে…
ঘুম ভেঙে দেখি: সেই থোড় বড়ি খাড়া,
কোথাও নড়েনি গাছের একচুল পাতা…
পরিবর্তন জীবনের ধর্মে গড়িয়ে যাচ্ছে…
কোথাও চড়াই, কোথাও গর্তে
ভরেছে নানান অভিজ্ঞতা…
ঘুম পায়, ভীষণ ঘুম পায়
প্রতিক্ষণ শুনতে শুনতে কথা
অনেক পাপের ঘড়া পূর্ণ হলো—
এইটুকু জীবনে এইটুকু সময়
তবু নিয়তি খুঁড়ে খাচ্ছে সীমাহীন প্রত্যাশা!