টিয়াপাখি
বিধানচন্দ্র দেবনাথ
টিয়াপাখি টিয়াপাখি
কোথায় যাচ্ছ চলে?
তুমি ছাড়া শূন্য খাঁচা
শুধু শুধুই ঝোলে।
তুমি যখন ছিলে খাঁচায়
বলতে মধুর কথা,
তোমার সঙ্গে ছিল আমার
মধুর বন্ধুতা।
তোমার মুখে ফুটতো কত
মধুর মধুর বুলি,
দু’জন মিলে খুলে বসতাম
গল্প বলার ঝুলি।
তুমি এখন যাচ্ছ চলে
আমায় একা করে,
এখন আমার বসবে না মন
একলা একা ঘরে।
আজব দেশ
বিদ্যুৎ মিশ্র
বিপিনবাবুর সাধ জেগেছে
চড়তে হবে উটে,
তাই তো তিনি ভোরে উঠে
পালিয়ে যান ছুটে।
ফার্স্ট লোকালে টিকিট কেটে
পৌঁছে গেলেন দুবাই,
বিপিনবাবু অবাক হলেন
পাশে যে আর কেউ নাই।
সারি সারি বালির রাশি
দীর্ঘ খেজুর গাছ,
বিপদ একটা সন্নিকটে
করতে পারেন আঁচ।
হঠাৎ করে ঘূর্ণিঝড়ে
আঁধার চারিধার,
বালির ঝড়ে দিশেহারা
হুঁশ হারালো তার।
জেগে দেখেন খেজুর গাছে
লটকে আছেন বেশ,
নিচে যে তার দুলছে শহর
আজবখানা দেশ।
টিয়েপাখির জন্মদিনে
আসাদুজ্জামান খান মুকুল
টিয়েপাখির জন্মদিনে
গাছের ডালে পাখির মেলা,
কেকটি কেটে বনের পাখি
করছে তারা কতই খেলা!
গোধূল বেলা আবির রঙে
সবার মনে খুশির তান,
শালিক বলে, কই রে তোরা
বাজাস না রে একটি গান।
হুতুম পেঁচা বলছে হেঁকে
ঢোল বাজাতে আমার শখ,
তারই সাথে তাল দিয়েছে
বনের একটি সাদা বক।
গান ধরেছে কোকিলপাখি
কতো মিষ্টি তারই সুর,
টিয়েপাখির জন্মদিনে
সবার ব্যথা হচ্ছে দূর!
দোয়েলপাখি ফল-ফলাদি
আনছে খুঁজে খাবার তরে,
পেটটি পুরে খেয়ে সবাই
যাচ্ছে ফিরে আপন ঘরে!
রেনি ডে
সুদীপকুমার চক্রবর্তী
ভাদ্র মাসে ভরা বর্ষা
বদলে গেলো ঋতু !
জল থৈ থৈ জমির ফসল
ভাসছে বাঁশের সেতু।
রাস্তাগুলো যাচ্ছে ডুবে
পায়ের নিচে জল।
ঘন্টা বাজে ইস্কুলেতে
পা চালিয়ে চল।
ঝমঝমিয়ে বৃষ্টি নামে
আজকে রেনি ডে।
ভিজতে ভীষণ মন চাইছে
দে ভিজিয়ে দে।
পড়ার থেকে মজাই বেশি
আসবে না সব স্যার।
গল্প হবে খেলা হবে
টিফিন খেয়েই ঘর।
আকাশের রঙ
কৌশিক বন্দ্যোপাধ্যায়
মনের গভীরে মেশে খুঁজে পাই তার আলো
সেই আলো দেখে পথ হাঁটি রোজ অতিশয় জমকালো।
কখনো সে রঙ মেতে ওঠে তার পুলকিত নব ছন্দে
ভোরের নীলিমা ছড়িয়ে থাকে অপরূপ নির্দ্বন্দ্বে।
হাসিখুশি ভরা রঙের বাটি পুবের সুজ্যি আঁকে
পাখি করে গান ডানা মেলে তার সবুজ পাতার ফাঁকে
চেনা সুর তার কণ্ঠে জড়ানো আকাশের আঁকিবুঁকি
রঙে ও রূপে আবেগ মাখা সে বিহ্বল খোকা-খুকি।
কখনো সে রঙ আকাশের বুকে আঁধার আনে যে ডেকে
মনের মাটিতে মিশে যাই তাই রঙ কালো তার মেখে
কত অভিমান ব্যথা সংশয় অলিগলি পথে চলে
ঘন কালো মেঘে অচল আকাশ মনে থাকে প্রতি পলে।
সুখ-দুখে ভরা তোমার আমার যাপনের মাঝখানে
আলো-আঁধারের স্মৃতিসুধাপট চেয়ে থাকি তার পানে
আকাশের রঙে মিলেমিশে আছি মনে ওঠে তার ছবি
জ্যোৎস্না আলোয় চাঁদ ওঠে কভু প্রভাত আলোয় রবি।