• facebook
  • twitter
Sunday, 16 March, 2025

মধ্য কলকাতার পর দক্ষিণ, রাতের শহরে লক্ষাধিক টাকার গয়না চুরি

মহিলার মুখে কাপড় বেঁধে লুট করা আলমারি খুলে লুট করা হয় সমস্ত কিছু। ঘটনার পর রাতের দিকে বাড়ির কর্তা ফিরে এসে দেখেন খোলা রয়েছে বাড়ির দরজা।

প্রতীকী ছবি

প্রথমে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বটতলা। তারপর দমদম আর এবার দক্ষিণ কলকাতার ম্যুর অ্যাভিনিউ। এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে শহরের তিন প্রান্তে দুঃসাহসিক লুটের ঘটনা।

৪৫সি/১২এ ম্যুর অ্যাভিনিউ এলাকার এক ফ্ল্যাটে ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ। সূত্রের খবর, বাড়ির কর্ত্রী সোনালী বিশ্বাস নামে মাঝবয়সি মহিলা বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি ফিরে দরজা খুলতেই তাঁকে পিছন থেকে ধাক্কা মারে দুজন দুষ্কৃতী। দুষ্কৃতীদের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চোট লাগে মাথায়। অভিযোগ, তার পরেই ছুরি দেখিয়ে প্রাণে মারার ভয় দেখানো হয় মহিলাকে। সূত্রের খবর, সামনেই মহিলার ছেলের বিয়ে। সেই জন্য বাড়িতেই রাখা ছিল লক্ষাধিক টাকার সোনার গয়না।

মহিলার মুখে কাপড় বেঁধে লুট করা আলমারি খুলে লুট করা হয় সমস্ত কিছু। ঘটনার পর রাতের দিকে বাড়ির কর্তা ফিরে এসে দেখেন খোলা রয়েছে বাড়ির দরজা। ভিতরে সব লণ্ডভণ্ড, মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী। তারপরেই চুরির অভিযোগ দায়ের করা হয় রিজেন্টপার্ক থানায়। সূত্রের খবর, বিশ্বাস পরিবারের এক আত্মীয়ের মেয়ের বিয়ে ছিল। সেই কারণে তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার চেয়েছিলেন ওই আত্মীয়। অনুমান, তা দিতে অস্বীকার করায় এই লুটের ঘটনা। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে রিজেন্টপার্ক থানার পুলিশ।

News Hub