সম্প্রতি মালদহে খুন করা হয়েছিল তৃণমূল নেতা দুলাল সরকারকে। সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আরও এক তৃণমূল নেতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের চলল প্রকাশ্যে গুলি। এবার ঘটনাস্থল ব্যারাকপুরের চিড়িয়ামোড়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মহম্মদ ইমদাদ নামে এক যুবক।
বুধবার দুপুরে ব্যারাকপুরের যে এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে, তার ঢিল ছোঁড়া দূরত্বে ব্যারাকপুর কমিশনারেটের অফিস। সূত্রের খবর, এ দিন দুপুরে নিজের বাড়ির কাছেই ছিলেন যুবক। তখনই যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, বাইকে করে তিনজন চেপে গুলি চালায় যুবককে লক্ষ্য করে। পাঁজর ভেদ করে গুলি গিয়ে লাগে বুকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন যুবক।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে গুলি চলার ঘটনা জানতে পেরে ইতিমধ্যেই তদন্তে নেমেছে ব্যারাকপুর কমিশনারেট। দোষীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।