• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

বেলেঘাটায় ফ্ল্যাট থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

বিয়ের এক বছরের মাথায় এক যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেলেঘাটার কলিমুদ্দিন সরকার স্ট্রিটের ঘটনা।

ফাইল চিত্র।

বিয়ের এক বছরের মাথায় এক যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেলেঘাটার কলিমুদ্দিন সরকার স্ট্রিটের ঘটনা। বৃহস্পতিবার রাতে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আঠাশ বছরের রোহন মণ্ডলের রক্তাক্ত মৃতদেহ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, দেহের আশপাশ রক্তে ভেসে যাচ্ছিল বলে জানা যায় পুলিশের তরফে। প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, যুবককে খুন করা হয়েছে।

বছরখানেক আগে ওই যুবকের বিয়ে হয়েছিল। তবে কিছু সমস্যার জন্য স্বামী-স্ত্রী আলাদা থাকতেন। রোহন বেলেঘাটার এই ফ্ল্যাটে বছরখানেক ধরে থাকতেন। তাঁর সঙ্গে থাকতেন দাদা। পরিবারের লোকজনের দাবি, বেশ কয়েকমাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন রোহন। এর আগে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। রোহন আত্মহত্যা করেছেন বলেই দাবি পরিবারের।

রোহনের পিঠে লেগে থাকা রক্তের দাগ ভাবাচ্ছে তদন্তকারীদের। পুলিশের অনুমান, খুন করা হতে পারে ওই যুবককে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, রোহন মণ্ডলের হাত-সহ শরীরের বেশ কিছু জায়গায় কাটা দাগ ও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। রোহনের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার রোহনের বাবা দুপুর থেকে তাঁকে বার বার ফোন করেও যোগাযোগ করতে না পেরে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। পুলিশ এসে দরজা খুলে দেখে রোহন বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। জিনিসপত্র সমস্ত কিছু লন্ডভন্ড। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বেলেঘাটা থানায়।