• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

কলকাতায় ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়। কলকাতার পুরসভার ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামী ভর্তি এনআরএস হাসপাতালে।

প্রতীকী চিত্র।

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কলকাতায়। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামী ভর্তি রয়েছেন এনআরএস হাসপাতালে। শুক্রবার সকালে তাঁরা দু’জন স্কুটি করে যাচ্ছিলেন। সেই সময় ডাম্পারটি স্কুটিতে ধাক্কা দেয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাফিক পুলিশের ফ্যাটাল স্কোয়াড।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্যাংরার ৬৯ নম্বর ডিসি দে রোডের বাসিন্দা ওই দম্পত্তি শুক্রবার সকালে স্কুটিতে চড়ে যাচ্ছিলেন। ৩৬ নম্বর ডিসি দে রোডের কাছে ডাম্পারটি স্কুটিতে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে পড়ে যান তাঁরা। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় ওই দম্পত্তিকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামীর অবস্থা সংকটজনক। পুলিশ সূত্রে খবর, এনআরএস হাসপাতালেই ময়নাতদন্ত হবে মহিলার। জখম ব্যক্তির জ্ঞান ফিরলে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। ডাম্পারের গতি ঠিক ছিল কি না, চালক কি স্কুটি দেখেও কোনও পদক্ষেপ করেননি? এসব প্রশ্ন উঠছে। ডাম্পারের কোনও ত্রুটি পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে খবর।