সোমবার সপ্তাহের ব্যস্ততম দিনে কলকাতা শহরে জল সরবরাহ বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে আংশিকভাবে পরিষেবা বন্ধ রাখা হবে। টালা ও পলতা পাম্পিং স্টেশনে মেরামতির কাজ ও বেশ কিছু যন্ত্র বসানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ট্যাংকে কিছু লিকেজ ধরা পড়েছে, সেগুলি দ্রুত মেরামত না করলে সমস্যা বাড়তে পারে। সেজন্য লিকেজগুলিও একবারে সরিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, প্রথমে সিদ্ধান্ত হয় রবিবার ছুটির দিনে এই মেরামতি ও যন্ত্র বসানোর কাজ করা হবে। কিন্তু রবিবার শহরে বেশ কিছু বিয়ের অনুষ্ঠান রয়েছে। সেজন্য সমস্যা বাড়তে পারে বলে সিদ্ধান্তে বদল ঘটে। সোমবার মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম বলেন,‘টালা ও পলতায় জরুরি ভিত্তিতে কিছু মেরামত করা প্রয়োজন। সে কারণেই জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার বিয়ের দিন। তাই জল সরবরাহ বন্ধ রাখার দিন বদলের জন্য অনেক অনুরোধ এসেছিল। তাই জনস্বার্থে রবিবারের বদলে সোমবার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ফের জল সরবরাহ স্বাভাবিক হবে।’
যদিও গোটা কলকাতা শহর এই সমস্যার সম্মুখীন হবে না। মূলত সল্টলেক ও দমদম পুরসভার মানুষ এই সমস্যার সম্মুখীন হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ বরো ১ থেকে ৮ পর্যন্ত জল পরিষেবা বন্ধ রাখা হবে। রক্ষে সোমবার সকাল ৯টা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকায় অনেকে পাত্রে বা ট্যাংকে জল সঞ্চয় করে রাখার সুযোগ পাবেন। তবে শীতের সকাল হওয়ায় সেই কাজ সময়মতো ক’জন করতে পারবেন তা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। সুতরাং সোমবার জল নিয়ে একটা ভোগান্তি যে হবে, সেবিষয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।