• facebook
  • twitter
Friday, 17 January, 2025

দক্ষিণ কলকাতায় ২১ ঘন্টা জল সরবরাহ বন্ধ থাকবে

দক্ষিণ কলকাতার পিটিএস থেকে গড়িয়াহাট, কালীঘাট, হাজরা, চেতলা, নিউআলিপুর, গার্ডেনরিচ, তপসিয়া, তিলজলা-সহ বিস্তীর্ণ এলাকায় আগামিকাল জল পাওয়া যাবে না।

প্রতীকী চিত্র

শহরে ফের জল সরবরাহ বন্ধ হতে চলেছে। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় আগামিকাল শনিবার প্রায় ১২ ঘন্টা পরিষেবা বন্ধ রাখা হবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে এমনই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এরজেরে শনিবার ভোগান্তিতে পড়বেন শহরবাসী থেকে শুরু করে কর্ম উপলক্ষে বাইরে থেকে আসা মানুষজন।

কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ঠিক কোন কোন অঞ্চলে এবং কখন থেকে বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা? এবিষয়ে পুরসভা সূত্রে জানা গিয়েছে, শনিবার গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় মেরামতির কাজ করা হবে। সেজন্য পরিষেবা বন্ধ রাখা হবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত জল পরিষেবা পাওয়া যাবে। এরপর সারাদিন পরিষেবা বন্ধ রাখা হবে।

কলকাতা পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, ৮,৯,১০,১১,১২,১৩,১৪,১৫,১৬ নম্বর ওয়ার্ডে এই পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। দক্ষিণ কলকাতার পিটিএস থেকে গড়িয়াহাট, কালীঘাট, হাজরা, চেতলা, নিউআলিপুর, গার্ডেনরিচ, তপসিয়া, তিলজলা-সহ বিস্তীর্ণ এলাকায় আগামিকাল জল পাওয়া যাবে না। পরের দিন রবিবার সকাল ৬টায় এইসব অঞ্চলে ফের পরিষেবা চালু করা হবে। ফলে এইসব এলাকায় টানা ২১ ঘন্টা পানীয় জল পরিষেবা পাওয়া যাবে না।