২৬ মার্চ ভাটপাড়ায় মেঘনা জুটমিলের সামনে গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর মহকুমা আদালত। মঙ্গলবার অর্জুন নিজেই এ কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে তৃণমূলের এক কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অর্জুনকে একাধিকবার হাজিরার নোটিশ পাঠালেও তিনি হাজিরা দেননি। এরপরই আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর হয়েছে।
গত ২৬ মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় সাদ্দাম হোসেন নামের এক তৃণমূল কর্মী জখম হন। তৃণমূলের দাবি, দলের কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন অর্জুন নিজেই। অন্যদিকে অর্জুনের দাবি, তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে পরের দিনই অর্জুনকে তলব করে জগদ্দল থানার পুলিশ। একাধিকবার তলব পাওয়ার পরেও তিনি হাজিরা দেননি। এ প্রসঙ্গে অর্জুন জানিয়েছিলেন, পুলিশের উপর তাঁর আস্থা নেই। তাই তিনি থানায় হাজিরা দেবেন না। অর্জুন হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি নিয়ে মঙ্গলবার ব্যারাকপুর মহকুমা আদালতের দ্বারস্থ হয় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। এরপর পাঁচের পৃষ্ঠায়