বিশ্বকর্মার প্রতিমা সহ গঙ্গায় ডুবল বিসর্জনের লরি, অল্পের জন্য রক্ষা পেলেন ২২ শ্রমিক

হাওড়ায় বিশ্বকর্মার ভাসানে ঘটল বড়সড় দুর্ঘটনা। বিশ্বকর্মার মূর্তি সহ লরি ডুবল গঙ্গায়। ঘটনার সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন লরিতে থাকা ২২ জন শ্রমিক। তাঁরা সাঁতরে নিজেদের প্রাণ রক্ষা করেন। বুধবার দুপুর তিনটে নাগাদ হাওড়ার শিবপুর ঘাটে ঘটে এই দুর্ঘটনা। লরিটি গঙ্গার ঘাটে দাঁড় করানোর সময় পিছনের চাকায় কাঠের টুকরো দেওয়া হয়েছিল, যাতে গড়িয়ে না যায়। কিন্তু আটকানো সম্ভব হয়নি বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানায় বিশ্বকর্মা পুজো হয়। বুধবার সেই প্রতিমা বিসর্জনে গিয়েছিলেন কারখানার শ্রমিকরা। তখন প্রচুর প্রতিমার ভাসান চলছিল। ফলে গঙ্গার তীরে তখন থিকথিকে ভিড়। এদিকে নদীতেও ছিল জোয়ারের টান। যার জেরে আচমকা লরি সমেত গঙ্গায় তলিয়ে যায় প্রতিমা। ২২ জন শ্রমিকের সকলেই সাঁতরে ডাঙায় উঠে আসেন। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।