• facebook
  • twitter
Wednesday, 20 November, 2024

মুখ্যমন্ত্রীর কনভয়ে অজানা ব্যক্তি, আটক

এদিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর একটি বৈঠক চলছিল। সেই বৈঠক সেরে বেরতেই আচমকা তাঁর কনভয়ের সামনে হাজির হন। কর্ম সংস্থান ও অর্থের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চিৎকার শুরু করে দেন।

নবান্ন। ফাইল চিত্র

সোমবার মুখ্যমন্ত্রীর কনভয়ে হাজির এক অচেনা ব্যক্তি। যা নিয়ে চাঞ্চল্য নবান্নে। তটস্থ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। কে ওই ব্যক্তি? কেন এসেছেন তিনি? তা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আচমকা এই ঘটনায় হতচকিত রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। পুলিশ তাঁকে আটক করে শিবপুর থানায় নিয়ে গিয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গিয়েছে, ওই ব্যক্তি ব্যক্তিগত সমস্যায় জর্জরিত। অর্থনৈতিক সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীর স্মরণাপন্ন হয়েছেন। পেশায় তিনি একজন কাপড়ের ব্যবসায়ী। নাম আবুল হোসেন। বাড়ি মুর্শিদাবাদে।

প্রসঙ্গত এদিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর একটি বৈঠক চলছিল। সেই বৈঠক সেরে বেরতেই আচমকা তাঁর কনভয়ের সামনে হাজির হন। কর্ম সংস্থান ও অর্থের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চিৎকার শুরু করে দেন। ঘটনার আকস্মিকতায় নিরাপত্তারক্ষীদের মধ্যে হুলস্থূল পড়ে যায়। তিনি কেন এমন করলেন তা জানার চেষ্টা করা হচ্ছে। দলীয় কোনও ষড়যন্ত্রের কারণে তিনি সমস্যায় পড়েছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।